সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২০:১৩

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : সুদানের পশ্চিমাঞ্চলে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া এলাকায় শরণার্থী শিবিরে প্রতিটি মুহূর্ত ভয় ও আতঙ্কের মধ্যে কাটছে। একজন মানুষ খোলা জায়গায় যত দ্রুত আগুন জ্বালিয়ে পানি ফোটাতে পারে, তার চেয়েও দ্রুত মাছি এসে সেই পানিসহ সবকিছু দূষিত করে দেয়।

তাবিলা থেকে এএফপি এ খবর জানায়।

দারফুরের তাবিলার শরণার্থী শিবিরগুলোতে দ্রুত কলেরা ছড়িয়ে পড়ছে। সেখানকার হাজার হাজার শরণার্থীর কাছে জীবাণুনাশক ও ওষুধ হিসেবে ব্যবহারের জন্য ফুটন্ত পানি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

তাবিলায় শরণার্থী শিবিরে দুমাস ধরে বসবাসকারী মনা ইব্রাহিম বলেন, ‘আমরা পানিতে লেবু মিশিয়ে ওষুধ হিসেবে পান করি। আমাদের আর কোনো বিকল্প নেই।’

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘাতে প্রায় পাঁচ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে আশ্রয়কেন্দ্রে জায়গা নিয়েছে। গত জুন মাসে তাবিলা  শরণার্থী শিবির থেকে ২৫ কিলোমিটার দূরের তাবিত গ্রামে প্রথম কলেরা প্রাদুর্ভাব দেখা দেয়।

ফরাসি দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) প্রকল্প সমন্বয়ক সিলভাইন পেনিকাউদ বলেন, ‘দুই সপ্তাহ পর আমরা তাবিলায় কলেরা আক্রান্ত রোগী শনাক্ত করি। বিশেষ করে শরণার্থী শিবিরে এ ঘটনাগুলো বেশি ঘটছিল।’

তিনি আরো বলেন, ‘গত মাসে কেবল তাবিলায় ১৫০০ জন আক্রান্ত হয়েছে।’ জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত এপ্রিল থেকে শহরটির অন্তত ৩০০ শিশু কলেরা আক্রান্ত হয়েছে।

ইউনিসেফের তথ্যানুসারে, নর্থ দারফুর রাজ্যে পাঁচ বছরের কম বয়সী ছয় লাখ ৪০ হাজারের বেশি শিশু কলেরার ঝুঁকিতে রয়েছে।

জাতিসংঘের হিসাব অনুসারে, গত ৩০ জুলাই পর্যন্ত সেখানে ২ হাজার ১৪০ জন কলেরা আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে।

তাবিলায় ইউনিসেফের নির্বাহী পরিচালক ইব্রাহিম আদম মোহাম্মদ আবদুল্লাহ এএফপিকে বলেন, তার দলের সদস্যরা মানুষকে সাবান দিয়ে হাত ধোয়ার, কম্বল ও তাঁবু পরিষ্কার রাখার এবং পানি পরিষ্কার রেখে ব্যবহারের ব্যাপারে পরামর্শ দিচ্ছে।

কিন্তু তাবিলায় প্রতিটি স্থানে প্লাস্টিকের টুকরা, ভাঙা ডালপালা পড়ে আছে। সর্বত্র মাছি ভন ভন করছে। ধুয়ে রাখার সঙ্গে সঙ্গে পাত্রে মাছি বসছে, খাবারের ওপরও মাছি পড়ে থাকছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গত এক বছরে দেশের অর্থনৈতিক পারফরম্যান্স সন্তোষজনক : সালেহউদ্দিন
জবির মার্কেটিং বিভাগে আত্ম-উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণ নিয়ে সিইসি সাথে আনফ্রেলের প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০