মেক্সিকোর ২৬ পলাতক আসামিকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর  

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১১:১১

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস): মেক্সিকো ২৬ জন পলাতক আসামিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে। দেশটির বিচার বিভাগের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, আন্তঃসীমান্ত ফেন্টানাইল চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার চাপের মধ্যে মেক্সিকোর পক্ষ থেকে তাদেরকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে। 

যাদেরকে হস্তান্তর করা হয়েছে তাদের মধ্যে মেক্সিকোর মাদক চক্রের কথিত নেতাও রয়েছে।

মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন বিচার বিভাগ (ডিওজে) এক বিবৃতিতে বলেছে, ‘এই পলাতকদের বিরুদ্ধে সম্মিলিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন, মেথামফেটামিন, ফেন্টানাইল এবং হেরোইনসহ প্রচুর পরিমাণে বিপজ্জনক মাদক আমদানি করার অভিযোগ রয়েছে।’

মার্কিন কর্মকর্তারা প্রত্যর্পণ করা এবং বর্তমানে তাদের হেফাজতে থাকা ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছেন। 

কর্মকর্তারা বলেছেন, তারা মাদক পাচার, অপহরণ, মানব পাচার এবং ২০০৮ সালে লস অ্যাঞ্জেলেসের একজন শেরিফের ডেপুটি হত্যাসহ ‘সহিংস ও গুরুতর অপরাধের’ জন্য পলাতক ছিলেন।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এই স্থানান্তরকে ‘ট্রাম্প প্রশাসনের মাদক চক্র এবং বিদেশি সন্ত্রাসী
সংগঠনগুলোকে ভেঙে ফেলার ঐতিহাসিক প্রচেষ্টার সর্বশেষ উদাহরণ’ বলে অভিহিত করেছেন।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল এবং নিরাপত্তা ও বেসামরিক নিরাপত্তা সচিবালয়ের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, ‘মার্কিন বিচার বিভাগের অনুরোধে’ এই স্থানান্তর করা হয়েছে এবং ‘তাদের দেশের বন্দীদের জন্য মৃত্যুদণ্ড চাওয়া হবে না’ এই শর্তে সম্মত হয়েছে।

মেক্সিকোতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রত্যর্পণকৃতদের মধ্যে জালিস্কো নিউ জেনারেশন মাদক চক্র এবং সিনালোয়া মাদক চক্রের মূল হোতারাও রয়েছে। উভয় গোষ্ঠীকেই গত ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
ব্রাজিলের কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু
হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৫
চুরি রোধে তিন জেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ
১০