মিয়ানমারে বেসামরিক গাড়িবহরে বিমান হামলায় নিহত ৮

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৯:২৬

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস): মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের বাইরে জান্তা বাহিনী ও সামরিক অভ্যুত্থান বিরোধী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের সময় আটকে পড়া একটি বেসামরিক সরবরাহ গাড়িবহরে বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। 

আজ বুধবার দুজন স্থানীয় বাসিন্দার বরাতে ইয়াঙ্গুন থেকে এএফপি এ খবর জানায়।

দেশটিতে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে অগণিত প্রতিপক্ষকে প্রতিহত করতে জান্তা সরকার বিমান বাহিনী মোতায়েন করেছে। বিমান হামলায় বেসামরিক হতাহতের ঘটনা সেখানে নতুন নয়।

মান্দালয়ের কাছে মধ্যাঞ্চলীয় সাগাইং এলেকার দুই বাসিন্দা জানান, স্থানীয় সময় সোমবার বিকেলে সংঘর্ষের কারণে আটকে থাকা কয়েকটি ট্রাকের ওপর বিমান হামলা চালানো হয়।

কাছাকাছি স্থানে সংঘর্ষের কারণে ট্রাকগুলো আটকা পড়েছিল।

ওই দুই বাসিন্দা জানান, মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরের তাং ইন গ্রামের কাছের এ ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। একজন বাসিন্দা দাবি করেছেন, বিমান হামলায় সামরিক অভ্যুত্থান বিরোধী একজন বিদ্রোহীও নিহত হয়েছে।

এ ব্যাপারে এএফপি মন্তব্য জানতে মিয়ানমার জান্তার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

স্থানীয় এক বাসিন্দা জানান, নিহতদের শনাক্ত করতে সমস্যা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন বাসিন্দা বলেন, কয়েক জনের দেহ খণ্ড খণ্ড হয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি যাচাই করে দেখেছে এএফপি, সেগুলো বিমান হামলার স্থানেরই। ওইসব ছবিতে দেখা যায়, পুড়ে যাওয়া ট্রাক থেকে ধোঁয়া উঠছে এবং পাশেই পথচারীরা মরদেহ সরিয়ে নিয়ে যাচ্ছেন।

মিয়ানমার সেনাবাহিনী আগামী ডিসেম্বরে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে, যাতে দেশটিতে গৃহযুদ্ধের অবসান ঘটে। দেশটিতে গৃহযুদ্ধে ৩৫ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশের অর্ধেক মানুষই চরম অভাবের মধ্যে দিন পার করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
যশোরে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরির কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪
খুলনায় কেডিএ ও কেসিসির অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
১০