মিয়ানমারে বেসামরিক গাড়িবহরে বিমান হামলায় নিহত ৮

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৯:২৬

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস): মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের বাইরে জান্তা বাহিনী ও সামরিক অভ্যুত্থান বিরোধী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের সময় আটকে পড়া একটি বেসামরিক সরবরাহ গাড়িবহরে বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। 

আজ বুধবার দুজন স্থানীয় বাসিন্দার বরাতে ইয়াঙ্গুন থেকে এএফপি এ খবর জানায়।

দেশটিতে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে অগণিত প্রতিপক্ষকে প্রতিহত করতে জান্তা সরকার বিমান বাহিনী মোতায়েন করেছে। বিমান হামলায় বেসামরিক হতাহতের ঘটনা সেখানে নতুন নয়।

মান্দালয়ের কাছে মধ্যাঞ্চলীয় সাগাইং এলেকার দুই বাসিন্দা জানান, স্থানীয় সময় সোমবার বিকেলে সংঘর্ষের কারণে আটকে থাকা কয়েকটি ট্রাকের ওপর বিমান হামলা চালানো হয়।

কাছাকাছি স্থানে সংঘর্ষের কারণে ট্রাকগুলো আটকা পড়েছিল।

ওই দুই বাসিন্দা জানান, মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরের তাং ইন গ্রামের কাছের এ ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। একজন বাসিন্দা দাবি করেছেন, বিমান হামলায় সামরিক অভ্যুত্থান বিরোধী একজন বিদ্রোহীও নিহত হয়েছে।

এ ব্যাপারে এএফপি মন্তব্য জানতে মিয়ানমার জান্তার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

স্থানীয় এক বাসিন্দা জানান, নিহতদের শনাক্ত করতে সমস্যা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন বাসিন্দা বলেন, কয়েক জনের দেহ খণ্ড খণ্ড হয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি যাচাই করে দেখেছে এএফপি, সেগুলো বিমান হামলার স্থানেরই। ওইসব ছবিতে দেখা যায়, পুড়ে যাওয়া ট্রাক থেকে ধোঁয়া উঠছে এবং পাশেই পথচারীরা মরদেহ সরিয়ে নিয়ে যাচ্ছেন।

মিয়ানমার সেনাবাহিনী আগামী ডিসেম্বরে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে, যাতে দেশটিতে গৃহযুদ্ধের অবসান ঘটে। দেশটিতে গৃহযুদ্ধে ৩৫ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশের অর্ধেক মানুষই চরম অভাবের মধ্যে দিন পার করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
জনগণের টাকায় নদী খনন শুরু, আসছে সরকারি বরাদ্দ
জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর
সর্বোচ্চ রেকর্ড, ১ লাখ ২৪ হাজার ডলারে উঠেছে বিটকয়েনের দাম
বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
রাজবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম গ্রেফতার
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরাইলি সেনা
ঔষধ শিল্পে সংকট ও ঝুঁকি তৈরি হওয়ায় বিএনপি মহাসচিবের উদ্বেগ 
গ্লোবাল প্লাস্টিকস চুক্তির খসড়া প্রত্যাখ্যান, দূষণ রোধে কঠোর পদক্ষেপের দাবি বাংলাদেশের
১০