ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং আগামী সপ্তাহে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। লি জে মিয়ং ২৫ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দেওয়ার আগে এই বৈঠকে বসতে যাচ্ছেন।
আজ বুধবার দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি জানানো হয়েছে।
সিওল থেকে এএফপি জানায়, লি জে মিয়ং এর আগে ঘোষণা দিয়েছেন, আগামী ২৫ আগস্ট তিনি ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে বসবেন। সেখানে তিনি বাণিজ্য চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র কাং ইউ-জাং সাংবাদিকদের বলেন, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার (লি জে-মিয়ং) ২৩-২৪ আগস্টের বৈঠকে আগামীর দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তি সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন, এ বৈঠকে কেবল দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদার করার উপায় নিয়েই নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ব্যাপারেও খোলামেলা আলোচনা হবে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সফরের বিষয়টি টোকিও থেকেও নিশ্চিত করা হয়েছে। দক্ষিণ কোরিয়াকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবেও বর্ণনা করেছে জাপান।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান কৌশলগত পরিবেশে জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক এবং জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতার গুরুত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি এড়িয়ে ১৫ শতাংশ করার বিনিময়ে জাপান ও দক্ষিণ কোরিয়া গত মাসে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা।
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সময়ও প্রতিবেশী দেশ দুটির মধ্যে সুসম্পর্ক ছিল। সামরিক আইন জারির কারণে অভিশংসিত হয়ে ক্ষমতা হারান ইউন।
লি জে মিয়ং গত মাসে এক সংবাদ সম্মেলনে বলেন, সিওল ও টোকিও উভয়ে উদার গণতান্ত্রিক শিবিরের অংশ। সামরিক ক্ষেত্রেও যৌথ স্বার্থ রয়েছে এবং অর্থনৈতিক সহযোগিতার ব্যাপারেও উল্লেখযোগ্য সম্ভবনা রয়েছে দুই দেশের।