ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
হুথি বিদ্রোহীরা নিয়মিত গাজায় ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালিয়ে আসছে।
জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।
ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে বিমান বাহিনীর কথা উল্লেখ করে বলেছে, ‘কিছুক্ষণ আগে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আইডিএফ প্রতিহত করেছে।