অভ্যুত্থান মামলায় বলসোনারোর খালাস দাবি

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৪:০৭

ঢাকা , ১৪ আগস্ট ২০২৫ (বাসস): সাবেক ব্রাজিলীয় প্রেসিডেন্ট জাইর বলসোনারোর আইনজীবীরা বুধবার সমাপনী যুক্তিতর্কে দেশটির সুপ্রিম কোর্টের কাছে তাঁর খালাসের আবেদন জানিয়েছেন। এই মামলায় তাঁকে অভ্যুত্থানের চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

রিও ডি জেনেইরো, ব্রাজিল থেকে এএফপি এ সংবাদ জানায়।

কোর্টে দাখিল করা ১৯৭ পৃষ্ঠার নথিতে বলসোনারোর আইনজীবীরা যুক্তি দেন, এই দক্ষিণপন্থী সাবেক রাষ্ট্রপ্রধান সব অভিযোগ থেকে নির্দোষ এবং বিচার চলাকালে উপস্থাপিত প্রমাণাদির যথেষ্ট অভাব রয়েছে। মামলাটি গত মে মাসে শুরু হয়।

বলসোনারো ও তাঁর সাত সহযোগীর বিরুদ্ধে অভিযোগ ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পরও তাঁরা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। সেই নির্বাচনে তিনি বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যান।

২০২৩ সালের ৮ জানুয়ারি, লুলার শপথগ্রহণের এক সপ্তাহ পর, হাজার হাজার বলসোনারো সমর্থক রাজধানী ব্রাসিলিয়ায় সরকারি ভবনে হামলা চালায়। তারা নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি করে।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটি নেতৃত্বদানকারী বলসোনারো দীর্ঘদিন ধরে তিনি নিজেকে নির্দোষ দাবি করে যেকোনো অভ্যুত্থানকেই ‘ঘৃণিত’ বলে আসছেন ।

দোষী প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।

এই মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে জনসমক্ষে নিজের অবস্থান তুলে ধরার নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে ব্রাসিলিয়ায় তাঁকে গৃহবন্দি করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
একটি সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ: আসিফ মাহমুদ
যুব উদ্যোক্তা তৃষ্ণা গড়ে তুলতে চান নারীদের জন্য শিল্প প্রতিষ্ঠান
জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি
প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
অসদাচরণ ও পলায়নের অভিযোগে উপ-বিভাগীয় প্রকৌশলী চাকরি থেকে বরখাস্ত
লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৮৪৯
ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত
দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে যুক্তরাজ্যের অর্থনীতি
১০