অভ্যুত্থান মামলায় বলসোনারোর খালাস দাবি

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৪:০৭

ঢাকা , ১৪ আগস্ট ২০২৫ (বাসস): সাবেক ব্রাজিলীয় প্রেসিডেন্ট জাইর বলসোনারোর আইনজীবীরা বুধবার সমাপনী যুক্তিতর্কে দেশটির সুপ্রিম কোর্টের কাছে তাঁর খালাসের আবেদন জানিয়েছেন। এই মামলায় তাঁকে অভ্যুত্থানের চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

রিও ডি জেনেইরো, ব্রাজিল থেকে এএফপি এ সংবাদ জানায়।

কোর্টে দাখিল করা ১৯৭ পৃষ্ঠার নথিতে বলসোনারোর আইনজীবীরা যুক্তি দেন, এই দক্ষিণপন্থী সাবেক রাষ্ট্রপ্রধান সব অভিযোগ থেকে নির্দোষ এবং বিচার চলাকালে উপস্থাপিত প্রমাণাদির যথেষ্ট অভাব রয়েছে। মামলাটি গত মে মাসে শুরু হয়।

বলসোনারো ও তাঁর সাত সহযোগীর বিরুদ্ধে অভিযোগ ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পরও তাঁরা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। সেই নির্বাচনে তিনি বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যান।

২০২৩ সালের ৮ জানুয়ারি, লুলার শপথগ্রহণের এক সপ্তাহ পর, হাজার হাজার বলসোনারো সমর্থক রাজধানী ব্রাসিলিয়ায় সরকারি ভবনে হামলা চালায়। তারা নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি করে।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটি নেতৃত্বদানকারী বলসোনারো দীর্ঘদিন ধরে তিনি নিজেকে নির্দোষ দাবি করে যেকোনো অভ্যুত্থানকেই ‘ঘৃণিত’ বলে আসছেন ।

দোষী প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।

এই মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে জনসমক্ষে নিজের অবস্থান তুলে ধরার নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে ব্রাসিলিয়ায় তাঁকে গৃহবন্দি করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে অবৈধ জাল ও মাছ জব্দ
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
জনপ্রশাসনের সিনিয়র সচিব হলেন এহছানুল হক
ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সাইকেল র‌্যালি
বরগুনায় দুদকের ১৮৫তম গণশুনানি শুরু
নওগাঁয় টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু
সারাদেশে বাড়তে পারে দিনের তাপমাত্রা
মিশরে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত, ২ জন আহত 
জাতিসংঘের মহাসচিব গুতেরেস মিশরে গাজা শান্তি সম্মেলনে যোগ দেবেন 
প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ে টিকা পাবে : স্বাস্থ্য অধিদফতর
১০