দাবানলে পুড়ছে মরক্কোর উত্তরাঞ্চলীয় বনাঞ্চল

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৬:৪৪

ঢাকা, ১৪ আগস্ট ২০২৫ (বাসস) : মরক্কোর উত্তরাঞ্চলের বনে ছড়িয়ে পড়া বড় ধরনের দাবানলের বেশিরভাগই নিয়ন্ত্রণে এসেছে। দেশটির জাতীয় বন ও পানি বিষয়ক সংস্থা (এএনইএফ) জানিয়েছে, আগুন পুরোপুরি নেভাতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

রাবাত থেকে এএফপি এ খবর জানায়।

এএনইএফ এক বিবৃতিতে জানিয়েছে, পর্যটন শহর শেফচাউয়েনের পার্শ্ববর্তী স্থানে দাবানল ছড়িয়ে পড়ার পর প্রধান চারটি হটস্পটের মধ্যে তিনটি বুধবার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বিবৃতিতে আরও  বলা হয়েছে, দাবানলে প্রায় ৫০০ হেক্টর বন ও ক্ষেত পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দমকল বাহিনী আগুন নেভানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ৪৫০ জন কর্মী এবং আটটি বিমান ওই এলাকায় আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।

এএনইএফ আরো জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা কাজ করবেন এবং অন্যান্য লজিস্টিক সহায়তা অব্যাহত থাকবে।

এএনইএফ পরিচালক আবদে রহিম হাউমি এএফপিকে জানান, এটা এ বছরের মধ্যে সৃষ্ট সবচেয়ে বড় দাবানল। ঝড়ো বাতাস ও দুর্গম অঞ্চল হওয়ায় বেপরোয়া গতিতে দাবানলের বিস্তার ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
যশোরে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরির কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪
খুলনায় কেডিএ ও কেসিসির অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
১০