ট্রাম্পের শুল্ক পানামা খালের জাহাজ চলাচল কমাতে পারেনি 

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১২:২৭

ঢাকা, ১৫ আগস্ট ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বহু দেশের ওপর শুল্ক আরোপ করলেও, এখন পর্যন্ত তা পানামা খালপথে কন্টেইনারবাহী জাহাজ চলাচলে প্রভাব ফেলেনি বলে বৃহস্পতিবার জানিয়েছেন খাল কর্তৃপক্ষের প্রশাসক।

পানামা সিটি থেকে এএফপি এ সংবাদ জানায়।

ট্রাম্প দীর্ঘদিন ধরে যেসব দেশকে ‘অন্যায্য বাণিজ্য চর্চার’ জন্য অভিযুক্ত করে আসছেন, সেই মিত্র ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর তার বহুল প্রতীক্ষিত  ‘পারস্পরিক’ শুল্ক কার্যকর হয়েছে।

বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, এই আক্রমণাত্মক নীতির কারণে পানামা খালপথে জাহাজ চলাচল কমে যাবে। এই খাল দিয়ে বিশ্বের মোট নৌবাণিজ্যের পাঁচ শতাংশ পণ্য পরিবহন করা হয়।

খাল প্রশাসক রিকার্তে ভাসকেস বার্তা সংস্থা এএফপিকে বলেন,  রাজস্ব ও কার্গোর দিক থেকে এই অর্থবছরের ফলাফল আমাদের পূর্বাভাস অনুযায়ী হবে। 

পানামা খাল কর্তৃপক্ষ চলতি অর্থবছরে ৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেকর্ড রাজস্ব আয়ের পূর্বাভাস দিয়েছিল, যা গত বছরের তুলনায় ১২ দশমিক ৭ শতাংশ বেশি। একই সময়ে ১৩ হাজার ৯০০ জাহাজ খালপথ অতিক্রম করবে বলে ধারণা করা হয়েছিল, যারা মোট ৫২০ মিলিয়ন টন পণ্য পরিবহন করবে। ৩০ সেপ্টেম্বর এই অর্থবছর শেষ হবে।

তবে ভাসকেস এও বলেছেন, সময়ের সাথে সাথে শুল্কের প্রভাবে কার্গো পরিবহনের পরিমাণ কমে যাওয়ারও ‘সম্ভাবনা’ রয়েছে। 

৮০ কিলোমিটার (৫০ মাইল) দীর্ঘ এই খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এবং ১৭০টি দেশের ১,৯০০টিরও বেশি বন্দরে সেবা দিয়ে থাকে- বিশেষত চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছাতে খালটি বড় ভূমিকা রাখে।

চলতি সপ্তাহের শুরুর দিকে চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের রপ্তানির ওপর বাড়তি শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
১০