ঢাকা, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে শুক্রবার অনুষ্ঠিতব্য বৈঠকের ফলাফল নিয়ে রাশিয়া আগাম কিছু বলবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
অ্যাঙ্কোরেজ থেকে এএফপি জানায়, সের্গেই ল্যাভরভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আমরা কখনোই আগে থেকে কোনো পূর্বাভাস করি না।
তিনি বলেন, আমরা জানি যে, আমাদের যুক্তি রয়েছে এবং আমাদের অবস্থান স্পষ্ট এবং দ্ব্যর্থহীন। আমরা সেটি উপস্থাপন করব।