অসুস্থ থাই রাজকুমারি গুরুতর রক্ত সংক্রমণে ভুগছেন

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২০:১৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) :  দুই বছরের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাইল্যান্ডের রাজার বড় মেয়ে গুরুতর রক্ত সংক্রমণে ভুগছেন বলে আজ শুক্রবার রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে।

ব্যাংকক থেকে এএফপি জানায়, ২০২২ সালের ডিসেম্বরে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমায় সামরিক কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন রাজকুমারি বজ্রকিতিয়াভা মাহিদল। তারপর থেকে হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রাজ পরিবারের পক্ষ থেকে আজ বিবৃতির মাধ্যমে দুই বছরেরও বেশি সময় পর রাজকন্যার শারীরিক অবস্থার প্রথম আপডেট দেওয়া হলো।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসকরা বলেছেন, মেডিকেল ডিভাইস ও ওষুধের সাহায্যে রাজকুমারীর ফুসফুস ও কিডনি সচল রাখা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘গত ৯ আগস্ট চিকিৎসক দলটি রাজকুমারীর শরীরে রক্ত চলাচলে গুরুতর সংক্রমণ শনাক্ত করে। তার রক্তচাপ স্থিতিশীল রাখতে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধ দেওয়া হচ্ছে।’ 

চিকিৎসকরা রাজকুমারির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। 

নিজ দেশে ‘প্রিন্সেস ভা’ নামে পরিচিত ৪৬ বছর বয়সী বজ্রকিতিয়াভা দেশটির রাজা মাহা ভাজিরালংকর্ণের বড় মেয়ে এবং তার প্রথম স্ত্রীর একমাত্র সন্তান।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ডে উচ্চ শিক্ষা গ্রহণ করা বজ্রকিতিয়াভা সুনামের সঙ্গে জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ  পদে দায়িত্ব পালন করেছেন। কারাগারে নারী বন্দিদের উন্নত চিকিৎসার ব্যাপারেও ক্যাম্পেইন করেছেন তিনি।

আগে তাকে বাবার বেশ ঘনিষ্ঠ হিসেবে দেখা গেছে এবং হাসপাতালে ভর্তি হওয়ার এক বছর আগে বজ্রকিতিয়াভাকে রাজার দেহরক্ষী কমান্ডে উচ্চপদে নিযুক্ত করা হয়েছিল।

৭৩ বছর বয়সী রাজা ভাজিরালংকর্ণের চার স্ত্রীর গর্ভে সাত সন্তানের জন্ম হয়েছে। তবে, এখনো নিজের উত্তরাধিকারীর নাম ঘোষণা করেননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
১০