অসুস্থ থাই রাজকুমারি গুরুতর রক্ত সংক্রমণে ভুগছেন

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২০:১৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) :  দুই বছরের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাইল্যান্ডের রাজার বড় মেয়ে গুরুতর রক্ত সংক্রমণে ভুগছেন বলে আজ শুক্রবার রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে।

ব্যাংকক থেকে এএফপি জানায়, ২০২২ সালের ডিসেম্বরে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমায় সামরিক কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন রাজকুমারি বজ্রকিতিয়াভা মাহিদল। তারপর থেকে হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রাজ পরিবারের পক্ষ থেকে আজ বিবৃতির মাধ্যমে দুই বছরেরও বেশি সময় পর রাজকন্যার শারীরিক অবস্থার প্রথম আপডেট দেওয়া হলো।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসকরা বলেছেন, মেডিকেল ডিভাইস ও ওষুধের সাহায্যে রাজকুমারীর ফুসফুস ও কিডনি সচল রাখা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘গত ৯ আগস্ট চিকিৎসক দলটি রাজকুমারীর শরীরে রক্ত চলাচলে গুরুতর সংক্রমণ শনাক্ত করে। তার রক্তচাপ স্থিতিশীল রাখতে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধ দেওয়া হচ্ছে।’ 

চিকিৎসকরা রাজকুমারির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। 

নিজ দেশে ‘প্রিন্সেস ভা’ নামে পরিচিত ৪৬ বছর বয়সী বজ্রকিতিয়াভা দেশটির রাজা মাহা ভাজিরালংকর্ণের বড় মেয়ে এবং তার প্রথম স্ত্রীর একমাত্র সন্তান।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ডে উচ্চ শিক্ষা গ্রহণ করা বজ্রকিতিয়াভা সুনামের সঙ্গে জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ  পদে দায়িত্ব পালন করেছেন। কারাগারে নারী বন্দিদের উন্নত চিকিৎসার ব্যাপারেও ক্যাম্পেইন করেছেন তিনি।

আগে তাকে বাবার বেশ ঘনিষ্ঠ হিসেবে দেখা গেছে এবং হাসপাতালে ভর্তি হওয়ার এক বছর আগে বজ্রকিতিয়াভাকে রাজার দেহরক্ষী কমান্ডে উচ্চপদে নিযুক্ত করা হয়েছিল।

৭৩ বছর বয়সী রাজা ভাজিরালংকর্ণের চার স্ত্রীর গর্ভে সাত সন্তানের জন্ম হয়েছে। তবে, এখনো নিজের উত্তরাধিকারীর নাম ঘোষণা করেননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
যশোরে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরির কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪
খুলনায় কেডিএ ও কেসিসির অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
১০