আফগানিস্তানে পানি সংকটের সবচেয়ে বেশি শিকার হচ্ছেন নারীরা

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৩:৪০

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : আফগানিস্তানে পানি সংকটের সবচেয়ে বেশি শিকার হচ্ছেন নারীরা। দেশটির একটি প্রত্যন্ত গ্রামে, নারীরা গাধার সাথে হলুদ প্লাস্টিকের জেরি ক্যান বেঁধে প্রতিদিন ধুলোময় গিরিখাতে ভ্রমণ করে যতটা সম্ভব পানি সংগ্রহ করেন।

আফগানিস্তানের শিবার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মধ্য বামিয়ান প্রদেশের কাভরিয়াকে বসবাসকারী প্রায় ৩০ জন মানুষের স্বাস্থ্যবিধির চাহিদা তো দূরের কথা, পানির পাত্রগুলোতে পান করার জন্য যথেষ্ট পানিও নেই।

ওই এলাকায় বসবাসকারী ২৬ বছর বয়সী মাসুমা দারওয়েশি বলেন, ‘প্রতিদিন প্রয়োজনীয় জিনিস পত্র পরিষ্কার করার বা গোসল করার জন্য পর্যাপ্ত পানি নেই এবং আমাদের স্বাস্থ্যকর টয়লেটও নেই।’

আফগানিস্তানের বেশিরভাগ এলাকায় শুষ্ক জনবসতিগুলোর জন্য এটি একটি সংগ্রাম।

আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, আফগানরা পানির মাধ্যমে জলবায়ু সংকটের সম্মুখীন হচ্ছে। দেশটিতে বিশেষ করে নারীরা ঝুঁকির মধ্যে রয়েছে।

আফগানিস্তানে তালেবান শাসনের অধীনে, নারী ও মেয়েরা ঐতিহ্যগতভাবে পানি সংগ্রহের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। যা বর্তমানে আরো কঠিন হয়ে পড়েছে। তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে নারীদের চলাচল, শিক্ষা এবং কাজের ওপর বিধিনিষেধ আরোপ করার কারণে এই পরিস্থিতি আরো জটিল হয়েছে।

আফগান পরিবারগুলোতে, নারীরাই সাধারণত শিশু, অসুস্থ এবং বয়স্কদের দেখাশোনার পাশাপাশি পরিবারের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার মতো গৃহস্থালির কাজও করে থাকেন। তারা পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার প্রধান দায়িত্ব পালন করেন

দারওয়েশিরে অবস্থিত একটি গ্রামের স্কুল শিক্ষিকা শুকরিয়া আত্তায়ে এএফপিকে বলেন, ‘রান্না করা, থালা-বাসন পরিষ্কার করা, পানি আনা, কাপড় ধোয়া, বাচ্চাদের যত্ন নেওয়া, বাচ্চাদের গোসল করানো এ সবকিছুই  নারীরা করে থাকেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন
ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে সরকারে বিবৃতি
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ১, ৫৮০ মামলা
লালমনিরহাটে ফের দুজনকে পুশইন করলো বিএসএফ
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ: প্রাদেশিক দুর্যোগ সংস্থা
হিলি বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি
রাজবাড়ীতে পদ্মার ভাঙন বেড়েছে
দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু কাল
সার্বিয়ার বেশ কয়েকটি শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে
চিকিৎসার জন্য গৃহবন্দি থেকে মুক্তি পেয়ে হাসপাতালে গেলেন বলসোনারো
১০