জানুয়ারি থেকে নাইজার মরুভূমি পার হওয়ার সময় ৩৫ অভিবাসীর মৃত্যু: এনজিও

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৫:৩০

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউরোপে যাওয়ার পথে নাইজার মরুভূমির বিপজ্জনক পারাপারের চেষ্টায় কমপক্ষে ৩৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একটি প্রচারণামূলক দল শনিবার এ তথ্য জানিয়েছে।

নাইজারের নিয়ামে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নাইজার ভিত্তিক এনজিও অ্যালার্ম ফোন সাহারার আজিজ চেহো এএফপিকে জানিয়েছেন, ‘আমাদের নিজস্ব তথ্যের ভিত্তিতে গত জানুয়ারি থেকে আগস্টের মধ্যে মরুভূমি পার হওয়ার সময় ৩৫ থেকে ৪০ জন অভিবাসী মারা গেছেন।’

তিনি বলেন, ইউরোপে যাওয়ার জন্য পাচারের নৌকা ধরতে উত্তর আফ্রিকার উপকূলে পৌঁছানোর আশায় হাজার হাজার মানুষের মধ্যে অনেকেই চোরাকারবারিদের দ্বারা পরিত্যক্ত হয়ে অথবা পথে তাদের যানবাহন বিকল হয়ে মারা যান।

চেহো বলেন, তাদের বাহন খারাপ হয়ে যাওয়ার পর, ক্ষুধার্ত এবং পানিশূন্য যাত্রীরা কাছাকাছি পানির সন্ধানে দীর্ঘ দূরত্ব হেঁটে যাওয়ার চেষ্টা করেন। 

লিবিয়া বা আলজেরিয়ায় সীমান্ত পুলিশ কর্তৃক ফেরত পাঠানোর পর হাজার হাজার মানুষ মরুভূমিতে আটকা পড়েছে।

অ্যালার্ম ফোন সাহারার তথ্য অনুযায়ী, গত বছর আলজেরিয়া ৩১ হাজারেরও বেশি অভিবাসীকে নাইজারে বহিষ্কার করেছিল।

প্রায় দুই বছর ধরে সামরিক সরকার পরিচালিত নাইজার উদ্বিগ্ন এই কারণে যে বিপুল সংখ্যক বহিষ্কৃত অভিবাসী অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যা তৈরি করতে পারে।

নাইজার কর্তৃপক্ষ জানিয়েছে যে এই বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রায় ১৬ হাজার  মানুষকে বহিষ্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
বান্দরবানে অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত
ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবারের বৈঠক ‘ফলপ্রসূ’ হবে, আশাবাদ মার্কিন দূত উইটকফের 
ভোলায় উপকূলের নদনদী উত্তাল, ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ  
পাওয়ার হিটিং ক্লাসে উডের ‘প্রো-ভেলোসিটি ব্যাট’
১০