বলিভিয়ার নির্বাচনে ডানপন্থীরা ক্ষমতায় ফিরছেন

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৫:৩০

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বলিভিয়ায় রোববার ভোটগ্রহণ চলছে।  গভীর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত দেশটিতে ডানপন্থীরা ২০ বছরের মধ্যে প্রথমা ক্ষমতায় আসছেন বলে মনে করা হচ্ছে।

লাপাজ থেকে এএফপি এ খবর জানায়।

আন্দিয়ান দেশটি এক প্রজন্মের মধ্যে সবচেয়ে খারাপ সংকটের সঙ্গে লড়াই করছে। সেখানে বার্ষিক মুদ্রাস্ফীতি প্রায় ২৫ শতাংশ এবং ডলার ও জ্বালানির তীব্র ঘাটতি দেখা দিয়েছে।

জরিপে দেখা গেছে  ভোটাররা ক্ষমতাসীন মুভমেন্ট টুওয়ার্ডস সোশালিজম (এমএএস) পার্টির প্রতি সমর্থন হারিয়েছেন। দলটির শীর্ষ নেতা ইভো মোরালেস ২০০৫ সালে বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ক্ষমতায়  রয়েছেন।

জরিপে দেখা গেছে, ৬৬ বছর বয়সী ডোরিয়া মেডিনা এবং ৬৫ বছর বয়সী কুইরোগা প্রায় ২০ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে বামপন্থী সিনেট সভাপতি আন্দ্রোনিকো রদ্রিগেজসহ আরও ছয়জন প্রার্থী অনেক পিছিয়ে রয়েছেন।

যদি কোন প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পান, তাহলে ১৯ অক্টোবর দ্বিতীয় দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দুই অগ্রণী প্রার্থীই নির্বাচিত হলে বলিভিয়ার বৃহৎ-রাষ্ট্রীয় অর্থনৈতিক মডেলে আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

তারা সরকারি ব্যয় কমাতে, দেশকে বিদেশী বিনিয়োগের জন্য উন্মুক্ত করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করতে চায়, যা স্ব-ঘোষিত পুঁজিবাদ-বিরোধী সাম্রাজ্যবাদ-বিরোধী লড়াইরত মোরালেসের অধীনে হ্রাস  পেয়েছিল।

৬৩ বছর বয়সী আদিবাসী বিক্রেতা মার্সেলা সিরপা, আগে ঐতিহ্যগতভাবে এমএএস দলের পক্ষে ভোট দিয়েছিলেন, তবে তিনি এবার কুইরোগাকে সমর্থন দিয়েছেন।

রোববার বলিভিয়ার দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সকল আসনেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০