চীনের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৩

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২০:৪৯

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস): চীনের ইনার মঙ্গোলিয়ায় আকস্মিক বন্যায় নয়জনের প্রাণহানি এবং তিনজন নিখোঁজ রয়েছে বলে রোববার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

বেইজিং থেকে এএফপি জানায়, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে ইনার মঙ্গোলিয়ার উরাত রিয়ার ব্যানারে ১৩ জনের একটি দল ক্যাম্পিং করার সময় আকস্মিক বন্যার কবলে পড়ে।

রোববার বিকেল পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং সাত শতাধিক কর্মী ‘জরুরি’ ভিত্তিতে নিখোঁজদের অনুসন্ধান চালাচ্ছেন বলে জানায় সিনহুয়া।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সর্বাত্মক উদ্ধার অভিযান পরিচালনা, নিখোঁজদের অবস্থান যাচাই এবং ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছে।

চলতি আগস্টের শুরুর দিকে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছিল বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়। এছাড়া গত মাসে উত্তরাঞ্চলের বেইজিং শহরে প্রবল বর্ষণে অন্তত ৪৪ জন মারা যান। সেখানে রাজধানীর গ্রামীণ উপশহর এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে পাশের হেবেই প্রদেশে ভূমিধসে আরও আটজনের মৃত্যু হয়।

বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন আবহাওয়ার তীব্রতা বাড়াচ্ছে, যা বিধ্বংসী বন্যার ঝুঁকি বাড়িয়ে তুলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
১০