ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫(বাসস): রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ‘রাশিয়ার সঙ্গে বড় অগ্রগতি অর্জিত হয়েছে। বিস্তারিত জানতে সাথেই থাকুন।’
ট্রাম্প তার পোস্টে এর বেশি বিস্তারিত কিছু উল্লেখ করেননি। এ ঘোষণার কয়েক দিন আগে তিনি আলাস্কায় একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটানো এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল।