ভারতের দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের তদন্ত করছে ফরেনসিক দল, নিহত ৮ 

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:৪৩

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভারতীয় অপরাধ তদন্তকারীরা মঙ্গলবার দিল্লির কেন্দ্রস্থলে একটি গাড়ির ধ্বংসাবশেষ খুঁজে বের করার জন্য তল্লাশি কাজ চালিয়ে যাচ্ছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল সোমবার ভারতের রাজধানী দিল্লিতে লাল কেল্লার সামনে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। 

ওই বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত এবং ১৯ জন আহত হয়েছে বলে জানা গেছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশ বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। শহরের জনাকীর্ণ পুরাতন দিল্লি কোয়ার্টারে অবস্থিত ল্যান্ডমার্ক লাল কেল্লার কাছে অন্যান্য যানবাহনে তীব্র আগুন ছড়িয়ে পড়লে কমপক্ষে ১৯ জন আহত হন।

সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিকদের বলেন, নিরাপত্তা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, ফরেনসিক নমুনা বিশ্লেষণ না করা পর্যন্ত ‘ঘটনার কারণ কী তা বলা খুব কঠিন।’

ফরেনসিক এবং সন্ত্রাসবিরোধী সংস্থা উভয়ই প্রমাণ অনুসন্ধান করছে এবং নয়াদিল্লি জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সাথে ‘পরিস্থিতি পর্যালোচনা’ করেছেন বলে জানিয়েছেন।

এক বিবৃতিতে মোদী বলেন, ‘দিল্লিতে বিস্ফোরণে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা এবং যারা আহত হয়েছে তারা দ্রুত আরোগ্য লাভ করুক।’ 

১৭ শতকের লাল কেল্লা ভারতের সবচেয়ে সুপরিচিত নিদর্শনগুলোর মধ্যে একটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃত্রিম বুদ্ধিমত্তা, চিপস ও জাহাজ নির্মাণসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ করে প্রবৃদ্ধি চান জাপানের প্রধানমন্ত্রী
সন্ত্রাসবাদীদের ‘মৃত্যুদণ্ড' বিল ইসরাইলি সংসদে পাস
রাঙ্গামাটিতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারি চাল জব্দ
পটুয়াখালীতে ইউপি প্রশাসক ও চেয়ারম্যানদের ডিএমআইই বিষয়ক প্রশিক্ষণ
রংপুরে হত্যাচেষ্টা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার
ব্যালট ছাপাতে কেপিএম থেকে কাগজ কিনছে ইসি
ঢাবিতে কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ৬৩ ছাত্রী
গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু
ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু
১০