স্পেনে কয়লাখনি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:১১

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : স্পেনের উত্তরে ঐতিহাসিক খনি অঞ্চল আস্তুরিয়াসে কয়লা খনি দুর্ঘটনায় শনিবার আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সর্বশেষ দুর্ঘটনা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আস্তুরিয়াসের জরুরি পরিষেবাগুলো বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার বিকেলে ভেগা দে রেনগোসে খনির দ্বিতীয় স্তরে ‘ভূমিধসের’ বিষয়ে সতর্ক করা হয়েছিল।

এরপর তারা এক্স-এ প্লাটফর্মে দেওয়া পোস্টে জানায়, দুর্ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। 

শুক্রবার মধ্যরাতের পর আরেকটি বিবৃতিতে দ্বিতীয় মৃতদেহ উদ্ধারের কথা জানানো হয়। আরও বলা হয়, ভূমিধসের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্থ হয়েছে। 

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স-এ লিখেছেন, আজ আস্তুরিয়াস এবং সমগ্র দেশের জন্য শোকের দিন। তিনি নিহত খনি শ্রমিকদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

আস্তুরিয়াসের প্রাদেশিক সরকারের তথ্য অনুসারে, টিওয়াইসি নার্সিয়া স্পেশাল রিসার্চ নামের প্রতিষ্ঠান এই খনি থেকে কয়লা উত্তোলনের কাজ করছে।

পাশ্ববর্তী কাঙ্গাস দেল নার্সিয়া শহরের মেয়র হোসে লুইস ফন্টানিয়েলা এটিকে ‘দুর্ভাগ্যজনক দুর্ঘটনা’ বলে বর্ণনা করেছেন। 

স্থানীয় রেডিও কোপ আস্তুরিয়াসকে তিনি জানান, পরিদর্শকরা সম্প্রতি খনিটি পরীক্ষা করেছিলেন। তখন ‘সবকিছু ঠিকঠাক ছিল’।

গত মার্চে আস্তুরিয়াসের আরেকটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত এবং চারজন গুরুতর আহত হন। এটি ছিল কয়েক দশকের মধ্যে স্পেনের সবচেয়ে মারাত্মক খনি দুর্ঘটনা।

ঘন বনভূমি সমৃদ্ধ পাহাড়ি অঞ্চল আস্তুরিয়াসে শতাব্দী ধরে খনির কাজ প্রধান শিল্প হিসেবে পরিচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে ছাত্রদলের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
ভূমিকম্পে পুরান ঢাকায় বাবা-ছেলের মৃত্যু, লক্ষ্মীপুরে শোকের মাতম
অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে গোলটেবিল বৈঠক
রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা 
ভেনেজুয়েলার আশেপাশে সামরিক তৎপরতা সম্পর্কে বেসামরিক বিমান চলাচলকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র
নাইজেরিয়ায় অন্তত ২২০ ছাত্রী ও শিক্ষক অপহৃত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
উত্তর অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে আসছে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়
আয়ারল্যান্ডকে জয়ের জন্য ৫০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ
১০