ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ২১, অনেকেই আহত 

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:৫১

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলি বাহিনী শনিবার গাজায় একাধিক বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি ওই  বিমান হামলায়  ২১ জন  নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে বলে জানা গেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

হামাস ও ইসরাইল আবারও একে অপরের বিরুদ্ধে নাজুক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুই বছরের যুদ্ধের পর ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শনিবার ছিল সবচেয়ে ভয়াবহ দিনগুলোর মধ্যে একটি।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকায় একজন ‘সশস্ত্র সন্ত্রাসী’ তথাকথিত ইয়েলো লাইন অনুপ্রবেশ করে ইসরাইলি সৈন্যদের ওপর গুলি চালিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত একটি রুটে এ ঘটনা ঘটেছে। তারা আরও বলেছে, তারা ‘গাজা উপত্যকায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।’

হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আজ সন্ধ্যায় গাজায় যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে পাঁচটি পৃথক ইসরাইলি বিমান হামলায় ২১ জন শহীদ হয়েছেন।’

তিনি বলেন, মধ্য গাজা উপত্যকার নুসাইরাতের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় সাতজন নিহত এবং ১৬ জনেরও বেশি আহত হয়েছেন।  গাজা সিটির পশ্চিমে আল-নাসর জেলার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর গুলিতে ৩১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেগম খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন হয়েছে : ডা: এফএম সিদ্দিকী
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অপপ্রচার : ফরিদপুর জেলা পুলিশ
মানিকগঞ্জে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি গণসংহতি আন্দোলনের
নারীর ক্ষমতায়নে অবদান রেখেছেন তারেক রহমান: নিপুণ রায়
রাজধানীতে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে ৭ দফা দাবি পেশ
সিলেটে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
হবিগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ 
বার কাউন্সিলের রিভিউ ফলাফল বাতিল করে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত: ২৯ নভেম্বরের এমসিকিউ পরীক্ষা স্থগিত
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের ১৩১ সদস্যের কমিটি : বাকেরগঞ্জের সভাপতি জাহাঙ্গীরকে অব্যাহতি
১০