বাসস
  ২৫ জুন ২০২৩, ১৮:০৯

মার্কিন গোয়েন্দা সংস্থা রাশিয়া বিদ্রোহের প্রাথমিক লক্ষণ শনাক্ত করেছিল

ওয়াশিংটন, ২৫ জুন, ২০২৩ (বাসস ডেস্ক) : মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কয়েকদিন আগে ভাড়াটে বাহিনী প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নেয়ার ইঙ্গিত পেয়েছিল।  মার্কিন গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এএফপি শনিবার একথা জানায়।
ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস জানায়, গোয়েন্দা কর্মকর্তারা বিদ্রোহ প্রকাশের পুরো একদিন আগে হোয়াইট হাউস,  পেন্টাগন এবং ক্যাপিটল হিলে পারমাণবিক অস্ত্রে সজ্জিত রাশিয়ায় অস্থিরতার আশঙ্কা সম্পর্কে এটি প্রকাশের ব্রিফিং পরিচালনা করেন। পোস্ট বলেছে, গোয়েন্দা সংস্থাগুলো জুনের মাঝামাঝি সময়ে প্রথম প্রিগোজিন ও তার ভাড়াটে বাহিনী ওয়াগনার রাশিয়ান সামরিক  নেতৃত্বের বিরুদ্ধে অগ্রসর হতে চাওয়ার ইঙ্গিত ট্র্যাক করতে শুরু করে।
টাইমস বলেছে, তথ্যগুলো সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত কঠিন ও উদ্বেগজনক হওয়ায় ব্রিফিংয়ে উত্তেজনা দেখা দেয়।
প্রিগোজিনের বাহিনী শুক্রবার ইউক্রেনে তাদের শিবির থেকে রাশিয়ায় চলে  গেলে এক বিদ্রোহ দুর্বার গতিতে শুরু হয়। বাহিনী দক্ষিণ নগরী রোস্তভ-অন-ডনে একটি আঞ্চলিক সামরিক কমান্ড গ্রহণ করে মস্কোর দিকে অগ্রসর হয়।
শনিবার হঠাৎ করে তাদের অগ্রগমন বন্ধ করে দেয়। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে ওয়াগনার সৈন্যরা ইউক্রেনে ফিরে যাবে এবং প্রিগোজিন প্রতিবেশী  বেলারুশে পালিয়ে যাবে। ক্রেমলিন বলেছে, তারা প্রিগোজিন বা ওয়াগনার গ্রুপের সশস্ত্র সদস্যদের বিচার করবে না।
টাইমস জানায়, মার্কিন  গোয়েন্দা কর্মকর্তারা প্রিগোজিন সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য জানার সাথে সাথে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ একটি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।
পোস্ট জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে পুতিন নিজেও অনন্ত একদিন আগে তার এক সময়ের ঘনিষ্ঠ মিত্র প্রিগোজিনের বিদ্রোহের ষড়যন্ত্র সম্পর্কে জেনেছিলেন।