মেক্সিকোতে ফেন্টানাইল উৎপাদনের কোনও প্রমাণ নেই : মেক্সিকোর প্রেসিডেন্ট

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪২

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মেক্সিকোর প্রেসিডেন্ট মঙ্গলবার বলেছেন, দেশটিতে ফেন্টানাইল উৎপাদন হচ্ছে এমন কোন প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক পাচারের কারণে মেক্সিকোর উপর শুল্ক আরোপের হুমকির পর মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট এ কথা বলেন। মেক্সিকো সিটি  থেকে এএফপি এ খবর জানায়।

ক্লডিয়া শিনবাউম এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা এখন পর্যন্ত ওই ধরণের মাদক চোরাচালানিকে খুঁজে পাইনি। কারণ, বেশিরভাগ চোরাচালানি আসে এশিয়া থেকে এবং ওই প্রক্রিয়ার পুরোটাই মেক্সিকোতে সম্পন্ন হয়।

তিনি  আরো বলেন, আমাদের দেশের যে পরীক্ষাগারগুলো ভেঙে দেওয়া হয়েছে তা মূলত মেথামফেটামিন বা ক্রিস্টাল (মেথ) এর জন্য।  

শিনবাউম জোর দিয়ে বলেন, তার সরকার অবৈধ মাদক বিতরণের বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।  

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মেক্সিকো কর্তৃপক্ষ ফেন্টানাইলের বেশ কয়েকটি বড় চালান জব্দ করার ঘোষণা দিয়েছে।

ফেন্টানাইল হল হেরোইনের চেয়ে ৫০ গুণ বেশি শক্তিশালী একটি সিন্থেটিক ওপিওড মাদক, মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য এই মাদকের ওভারডোজকে দায়ী করা হয়।

সম্প্রতি ডোনাল্ড  ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যদি মেক্সিকো মাদক পাচার এবং অভিবাসন নিয়ন্ত্রনে ব্যর্থ হয় তাহলে মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫-শতাংশ শুল্ক আরোপ করা হবে।

বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত কেন সালাজার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ফেন্টানাইল মাদকটি যে মেক্সিকোতে তৈরি হয় এতে তার কোন  সন্দেহ নেই ।

তিনি আরো বলেন, ’আমি জানি কি ঘটছে, মেক্সিকোতে ফেন্টানাইল আছে এবং আমি এটাও জানি যে এটি এখানে উৎপাদিত হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার প্রধান কারণ মাদক ও মোবাইল : অ্যাডভোকেট বোরহান
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহত ১১
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
৪ শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল
১০