মেক্সিকোতে ফেন্টানাইল উৎপাদনের কোনও প্রমাণ নেই : মেক্সিকোর প্রেসিডেন্ট

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪২

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মেক্সিকোর প্রেসিডেন্ট মঙ্গলবার বলেছেন, দেশটিতে ফেন্টানাইল উৎপাদন হচ্ছে এমন কোন প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক পাচারের কারণে মেক্সিকোর উপর শুল্ক আরোপের হুমকির পর মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট এ কথা বলেন। মেক্সিকো সিটি  থেকে এএফপি এ খবর জানায়।

ক্লডিয়া শিনবাউম এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা এখন পর্যন্ত ওই ধরণের মাদক চোরাচালানিকে খুঁজে পাইনি। কারণ, বেশিরভাগ চোরাচালানি আসে এশিয়া থেকে এবং ওই প্রক্রিয়ার পুরোটাই মেক্সিকোতে সম্পন্ন হয়।

তিনি  আরো বলেন, আমাদের দেশের যে পরীক্ষাগারগুলো ভেঙে দেওয়া হয়েছে তা মূলত মেথামফেটামিন বা ক্রিস্টাল (মেথ) এর জন্য।  

শিনবাউম জোর দিয়ে বলেন, তার সরকার অবৈধ মাদক বিতরণের বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।  

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মেক্সিকো কর্তৃপক্ষ ফেন্টানাইলের বেশ কয়েকটি বড় চালান জব্দ করার ঘোষণা দিয়েছে।

ফেন্টানাইল হল হেরোইনের চেয়ে ৫০ গুণ বেশি শক্তিশালী একটি সিন্থেটিক ওপিওড মাদক, মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য এই মাদকের ওভারডোজকে দায়ী করা হয়।

সম্প্রতি ডোনাল্ড  ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যদি মেক্সিকো মাদক পাচার এবং অভিবাসন নিয়ন্ত্রনে ব্যর্থ হয় তাহলে মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫-শতাংশ শুল্ক আরোপ করা হবে।

বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত কেন সালাজার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ফেন্টানাইল মাদকটি যে মেক্সিকোতে তৈরি হয় এতে তার কোন  সন্দেহ নেই ।

তিনি আরো বলেন, ’আমি জানি কি ঘটছে, মেক্সিকোতে ফেন্টানাইল আছে এবং আমি এটাও জানি যে এটি এখানে উৎপাদিত হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০