শিরোনাম
টোকিও, ২৭ জুন, ২০২৩ (বাসস ডেস্ক) : জাপানের এক বিশিষ্ঠ কাবুকি অভিনেতাকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। তার মায়ের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গত মাসে এ তারকার বাড়িতে বাবা-মা উভয়কে অবচেতন পাওয়া যায়। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
টিভি ফুটেজে একটি গাড়িতে করে এননোসুকে ইচিকাওয়া’কে হাসপাতাল থেকে থানায় নিয়ে যেতে দেখা গেছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে ও অন্যান্য মিডিয়া আউটলেট তাকে গ্রেফতারের খবর দিয়েছে।
৪৭ বছর বয়সী এ তারকা লন্ডন, আমস্টারডাম এবং প্যারিস অপেরা হাউসে পারফর্ম করেন।
গত মে মাসে উদ্ধারকর্মীরা ইচিকাওয়ার ৭৬ বছর বয়সী বাবা এবং তার ৭৫ বছর বয়সী মাকে রাজধানীতে তার বাড়িতে অচেতন অবস্থায় দেখতে পায় এবং তারা তাদের দুজনকেই উদ্ধার করে। ইচিকাওয়া একজন কাবুকি অভিনেতা।
পরে উভয়কে মৃত ঘোষণা করা হয় এবং পুলিশ তার বাবার মৃত্যুর তদন্ত করছে।
ইচিকাওয়াকে সেদিন তার বাড়িতে একেবারে ভেঙ্গে পড়া অবস্থায় পাওয়া যায় এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।
ইচিকাওয়া ১৯৮০ সালে কাবুকিতে আত্মপ্রকাশ করেন এবং তিনি দেশের অন্যতম অভিনয় শিল্পী হয়ে ওঠেন। তার আসল নাম তাকাহিকো কিশোনি।
তার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি নৃত্য পরিবেশনের জন্য একবার লরেন্স অলিভিয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।