বাসস
  ১০ জুলাই ২০২৩, ১০:৫৮

শারীরিক উপস্থিতির মাধ্যমে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে : দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গ, ১০ জুলাই, ২০২৩ (বাসস ডেস্ক) : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও ব্রিকস শীর্ষ সম্মেলন আগামী মাসে অনুষ্ঠিত হবে। এতে প্রতিনিধিরা শারীরিকভাবেই উপস্থিত থাকবেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রোববার সাংবাদিকদের এ কথা বলেছেন। খবর এএফপি’র।
এই শীর্ষ সম্মেলনে পুতিনও আমন্ত্রিত। তবে তিনি যোগ দেবেন কি-না সে সম্পর্কে রামাফোসা কিছু বলেননি।
রাশিয়া অবৈধভাবে ইউক্রেনীয় শিশুদের বিতাড়িত করেছে এই অভিযোগে আর্ন্তজাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
রামাফোসা বলেন, ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রস্তুতি চলছে। আমরা আমাদের আলোচ্য সূচি চূড়ান্ত করছি।
তিনি আরো বলেন, প্রায় তিন বছর শারীরিক উপস্থিতিতে আমাদের কোন সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তাই ব্রিকস শীর্ষ সম্মেলন এবারে ভার্চুয়ালি নয়, সশরীরে হবে।
এদিকে আইসিসি’র সদস্য হওয়ায় আশা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় পা রাখার সাথে সাথেই পুতিনকে গ্রেফতার করা হবে। যদিও বর্ণবাদ বিরোধী লড়াইয়ের সময় থেকেই ক্রেমলিনের সাথে প্রিটোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই পুতিনকে গ্রেফতারে প্রিটোরিয়ার কূটনৈতিক দ্বিধা থাকবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন রয়েছে পুতিনকে গ্রেফতারের অবস্থান এড়িয়ে চলতে দক্ষিণ আফ্রিকা চীনের সাথে আলোচনার বিষয়টি বিবেচনা করছে।
ব্রিকসের বর্তমান সভাপতি দক্ষিণ আফ্রিকা। এতে আরো রয়েছে ব্রাজিল, ভারত, রাশিয়া ও চীন।
ইউরোপীয় নেতৃত্বাধীন বৈশি^ক শাসন কাঠামোকে এবং প্রভাবশালী যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানোই্ ব্রিকস গঠনের মূল লক্ষ্য।