চাঁদপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বন্ধ ছিল কর্মসূচি 

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১০:১৫
ছবি: সংগৃহীত

চাঁদপুর, ২৯ জুলাই ২০২৫ (বাসস) : জেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়ে যাওয়ায় ২৯ জুলাই কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের অব্যাহত ছিল। 

মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি থাকলেও চাঁদপুরে তা পালিত হয়নি। 

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ২৯ জুলাই রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ ছিল। বাকি সময় শিথিল ছিল কারফিউ। জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক ছিল। 

চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, এদিন বিভিন্ন মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুরে শিক্ষার্থীদের আন্দোলনের অগ্রগামী নেতা সৈয়দ সাকিবুল ইসলাম সেদিনের স্মৃতিচারণ করে বাসসকে বলেন, ‘ওই সময় কেন্দ্র থেকে কর্মসূচি দেয়া হলেও চাঁদপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল বেশি। বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। তাই কোনো কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০