চাঁদপুরে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেয়

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১০:৩০ আপডেট: : ৩০ জুলাই ২০২৫, ১৩:০৫
ছবি: সংগৃহীত

চাঁদপুর, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): চব্বিশের ৩০ জুলাই চাঁদপুর শহর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার আঞ্চলিক সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেয়। এদিন জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি পালিত হয়নি। 

এর আগে এসব স্থানে শিক্ষার্থীরা আন্দোলন করে এবং পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আগের দিন ২৯ জুলাই রাতে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তৎকালীন সরকারের নির্দেশে কারফিউর শিডিউল নির্ধারণ করে দেয়।

চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানায় পুলিশের দায়ের করা ৭টি মামলায় এদিন ৬জনকে গ্রেপ্তার করে। 

ছাত্র-আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা থাকলেও এদিন চাঁদপুরে কোনো কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিটিটিসিতে ডিজিটাল এভিডেন্স বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন
গণচেতনার দলিল ‘জুলাই আন্দোলন’-এর ভিডিও জাদুঘরে প্রেরণ করল সুপ্রিম কোর্ট
নোট অব ডিসেন্ট সত্ত্বেও সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়ে সিদ্ধান্ত: অধ্যাপক আলী রীয়াজ
ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারাবীর জামিন
গভীর সমুদ্রে মাছ ধরা কার্যক্রম জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
১৬ বছরের কম বয়সীদের ইউটিউব ব্যবহার নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া
হাসিনা ক্ষমতায় টিকে থাকতে গুলি করে মানুষ হত্যা করেছে : মির্জা ফখরুল 
বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা 
১০