আন্দোলন দমনে তৈরি করা হয় পুলিশের বিশেষ বাঙ্কার

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৭:১৯
জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের এই দিনে পুলিশের বাধা উপেক্ষা করে নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ অব্যাহত রাখে ছাত্র – জনতা। ছবি : বাসস

নোয়াখালী, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের আজকের এই দিনে পুলিশের বাধা উপেক্ষা করে নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ অব্যাহত রেখেছিল ছাত্র জনতা। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলও এ কর্মসূচিতে অংশ নেয়। এদিন বিক্ষোভ কর্মসূচিতে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

আন্দোলনকারীদের প্রতিহত করতে পুলিশ থানায় বিশেষ বাঙ্কার নির্মাণ করে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনির নেতৃত্বে পুলিশের একাধিক দল অবস্থান নেয় থানা সংলগ্ন পেট্রোল পাম্পে। পুলিশের এই কর্মকর্তার উদ্যোগেই সেদিন সুধারাম মডেল থানার গেইটে এবং মডেল থানার দোতলায় নির্মাণ করা হয় বিশেষ বাঙ্কার। যেকোনো মূল্যে আন্দোলনকারীদের প্রতিহত করাই ছিল পুলিশের প্রধান লক্ষ্য। আর এজন্য তারা ত্রাসের শক্তি ছাত্রলীগ-যুবলীগের সহযোগিতাও নিয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ জুলাই আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ আক্রমণের প্রস্তুতি নিলেও ছাত্র জনতার ব্যাপক উপস্থিতি দেখে তারা পিছু হটতে বাধ্য হয়। বিকেল পাঁচটা পর্যন্ত সড়ক বন্ধ করে চলতে থাকে আন্দোলন। বিকেল পাঁচটার পরে ছাত্র জনতা যখন তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় তখন বিভিন্ন স্থানে যানবাহন চেক করে তাদের হেনস্তা করে আওয়ামী সন্ত্রাসীরা।

জেলার আন্দোলনে অংশগ্রহণকারী নেতা আবুল ফারাহ রাজু জুলাইয়ের স্মৃতি স্মরণ করে বলেন, ‘সেই বিভীষিকাময় দিনের কথা স্মরণ করলে এখনো মনের ভেতর ভয় কাজ করে। ৩৬ দিনের সেই ট্রমা থেকে এখনো আমরা বের হতে পারিনি। স্বৈরাচার হাসিনা যতই চেষ্টা করেছে আন্দোলন দমন করতে, ততই সেটি  স্ফুলিঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। আন্দোলন শেষে বাড়ি ফেরার সময় মোড়ে মোড়ে আমাদের মারধর করা হয়। সবকিছুর বিনিময়েও বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এটিই আমাদের বড়ো প্রাপ্তি।’

তিনি বলেন, ‘ভবিষ্যতে আর কোন শাসক যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারে এটিই একমাত্র চাওয়া। আমাদের আর কোন চাওয়া নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
ইসির ৬১ কর্মকর্তা বদলি
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ইইউ রাষ্ট্রদূত
নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোবিপ্রবিতে ‘লাইন ফলোয়িং রোবট অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
১০