স্থানীয় পর্যায়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে নানা উদ্যোগ

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ২০:২৭

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলা ও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপনে জেলা পর্যায়ে অনুষ্ঠানের বিবরণ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মোহাম্মদ আল মামুন স্বাক্ষরিত এ সংক্রান্ত স্মারক সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

জেলা ও স্থানীয় পর্যায়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপন ও বরাদ্দ প্রসঙ্গে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসাবে ঘোষণা করা হয়। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতি বছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপনে জেলা পর্যায়ে অনুষ্ঠানের বিবরণ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।’

দিবসের কর্মসূচি হিসেবে যা করতে বলা হয়েছে- দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা/সেমিনার, প্রচারণামূলক সামগ্রী বিতরণ বা পোস্টারিং, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার। জেলা লিগ্যাল এইড কমিটি, উপজেলা লিগ্যাল এইড কমিটি, চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি এসব অনুষ্ঠান বাস্তবায়ন করবে।

দিবসটির অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ক সংগঠন, এনজিও, সংশ্লিষ্ট থানা, আইন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।

অনুষ্ঠানসমূহ বাস্তবায়নের জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে সংযুক্ত বিবরণ অনুসারে বাজেট বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ সরকারি প্রচলিত বিধি-বিধান এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৮ অনুসারে ব্যয় নির্বাহের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন
সাবেক এমপি ফজলে করিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির
শেরপুরে কৃষকদের মধ্যে পাট বীজ ও সার বিতরণ
ইসরাইলি হামলায় গাজায় ১৯ জন নিহত : উদ্ধারকর্মী
রংপুর নগরীতে কাজে আসছে না ৩৪ লাখ টাকার ট্রাফিক সিগন্যাল বাতি
বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকর নয় বছরের মধ্যে সর্বোচ্চ: অ্যামনেস্টি
ইইউ’র শুল্ক প্রস্তাব ‘আমাদের জন্য খুবই খারাপ’ : ট্রাম্প
দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা
যুদ্ধকালীন আইন ব্যবহার করে বহিষ্কার নিষিদ্ধ করার আদেশ প্রত্যাহার সুপ্রিম কোর্টের
জামগ্রামের কাগজের ফুল তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন 
১০