পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১১:২৬

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : পেরুতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার পেরুর আন্দিজ পর্বতমালা এলাকার ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানান। 

লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কেন্দ্রীয় শহর টারমার স্বাস্থ্য কর্মকর্তা অল্ডো টিনেও জানান, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। সরু ও আঁকাবাঁকা পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

বাসটি রাজধানী লিমা থেকে লা মার্সেড শহরে যাচ্ছিল। তিন ভাগের দুই ভাগ পথ অতিক্রমের পরই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে কাজ করছেন জরুরি সেবা দলের সদস্যরা।

অতিরিক্ত গতি ও সড়কের বেহাল দশার কারণে দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা নিয়মিতই ঘটছে। 

পুলিশ জানিয়েছে, গত বছর সড়ক দুর্ঘটনায় পেরুতে মোট ৩ হাজার ১৭৩ জন প্রাণ হারান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইসিসিবির ৩০তম বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
ঢাবির এ. এফ. রহমান হলে অধূমপায়ীদের কক্ষে ধূমপায়ীদের সিট দেওয়া হবে না
বিচার নিশ্চিত না হলে আবারও গুমের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা রয়েছে
সামিউনের অলরাউন্ড নৈপুণ্যে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
সেপ্টেম্বরে আমিরাতে বসছে এশিয়া কাপ
বাংলাদেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : সেলিম উদ্দিন
২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ
জুলাই অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত আছে : নাহিদ ইসলাম
প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতৃবৃন্দের বৈঠক
নড়াইলে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা 
১০