রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:০৮
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : সরকার ঘোষিত ছুটি, ঈদুল ফিতরের ছুটি ও অবকাশ শেষে এক মাস পর আগামী ২০ এপ্রিল রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট।

তবে এই ছুটির সময়েও হাইকোর্ট বিভাগে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য বেশ কয়েকটি বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে। পাশাপাশি আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও আদেশ হয়েছে।

এদিকে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টে আজ ৪৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ এই ৪৮ বেঞ্চে অনুষ্ঠিত হবে। রোববার সকাল সাড়ে দশটা হতে এসব বেঞ্চে বিচার কাজ পরিচালিত হবে। এই ৪৮ বেঞ্চের মধ্যে ৩০ টি দ্বৈত বেঞ্চ আর ১৮ টি একক বেঞ্চ রয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি এ.কে.এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে রোববার (২০ এপ্রিল) সংবর্ধনা দেওয়া হবে। সকাল ৯টায় প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আদালত সূত্র জানায়।

গত ২৪ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন ২৫ মার্চ দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ
অভিযোগের ৬ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে আরসিসি
‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ
নিউ ইয়র্কে ভোটে জয়ের পথে মামদানি, মার্কিন রাজনীতিতে নতুন আশার সঞ্চার 
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
১০