চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৬:৪৯

চট্টগ্রাম, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় মো. হাসিব নামে এক যুবককে হত্যার ১০ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাহেদুল ইসলামকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে মৌলভী পুকুর পাড় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

নিহত হাসিব (২৫) পাঁচলাইশ থানার আতুরার ডিপু জাঙ্গালপাড়া মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা। নগরের ২ নম্বর গেট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন তিনি।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, প্রবাসী জাহিদের স্ত্রীর সঙ্গে একই এলাকার হাসিবের পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস আগে ওই নারী প্রবাসী স্বামীকে তালাকের নোটিশ পাঠান। তালাকের খবর পেয়ে জাহিদ গত সপ্তাহে দেশে ফিরে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হন।

তিনি আরো বলেন, সোমবার দুপুরে কৌশলে হাসিবকে চা খাওয়ার কথা বলে সঙ্গীত আবাসিক এলাকায় ডেকে নেন জাহিদ। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদ ধারালো অস্ত্র দিয়ে হাসিবকে হত্যা করেন। ঘটনার ১০ ঘণ্টার মধ্যে সোমবার দিবাগত রাতে নগরের মৌলভী পুকুর পাড় এলাকা থেকে জাহিদকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই ইমরান পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২.৩ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭
জার্মানিতে এক বিলিয়ন ইউরোর ‘এআই সেন্টার’ স্থাপন করবে এনভিডিয়া ও ডয়েচে টেলিকম
১০