সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৮ আপডেট: : ২০ এপ্রিল ২০২৫, ১৬:৩২
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে রোববার আপিল বিভাগের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি : বাসস

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আপিল বিভাগের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

ঐতিহ্য অনুযায়ী  অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন দুই বিচারপতির জীবনী তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। তারপর সংবর্ধনার জবাবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব বক্তৃতা রাখেন।

এসময় এজলাসে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, আপিল বিভাগের সব বিচারপতি এবং এজলাস কক্ষ বিপুল সংখ্যক আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ ছিল।

গত ২৪ মার্চ সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগে নিয়োগ দেন। পরদিন ২৫ মার্চ আপিল বিভাগে নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি। ছুটি ও অবকাশে  নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ শেষে আজ খুলেছে সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের নতুন এ দুই বিচারপতি আজ বিচারিক কার্যক্রমে এজলাসে যোগ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমারী রূপে দেবী দুর্গার বন্দনা: আগামীকাল মহানবমী 
ধর্মের লেবাসধারী একটি দল ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করছে : ইকবাল হাসান মাহমুদ টুকু
বিজনেস এক্সপোতে যোগদানের জন্য ডিসিসিআই প্রতিনিধিদল অস্ট্রেলিয়া যাচ্ছে
পনের বছর মেয়াদি ট্রেজারি বন্ডের রেকর্ড ও মেয়াদ পূর্ণ হওয়ার তারিখ নির্ধারণ
স্কুল-কলেজে গার্ল গাইডস্ ও রেঞ্জার কার্যক্রম গতিশীল করতে নতুন নির্দেশনা
পিরোজপুরের বিভিন্ন মণ্ডপে তারেক রহমানের অনুদান
ফেব্রুয়ারির মধ্যে পাচারকৃত অর্থের একটি অংশ ফেরত আনার বিষয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা
ভোলায় দুর্গাপূজা উপলক্ষে উপাসনালয় ও উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
আবদুস সোবহান গোলাপের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ২৪
১০