নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্তে নীতিমালা প্রশ্নে হাইকোর্টের রুল

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৫:১৪
হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত করতে একটি নীতিমালা তৈরি প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট  ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জুয়েল আজাদ।

নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত করতে একটি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে গত ১০ মার্চ হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. জুয়েল আজাদ। রিটে নারী চিকিৎসক ও প্যারামেডিকস দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত/পোস্টমর্টেমের জন্য নীতিমালা তৈরি করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। সেই সঙ্গে জেলা পর্যায়ে নারীর মরদেহের ময়নাতদন্তের জন্য নারী কর্মীদের সঙ্গে নারী চিকিৎসক নিয়োগে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।

এই রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (সাধারণ শিক্ষা) বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমারী রূপে দেবী দুর্গার বন্দনা: আগামীকাল মহানবমী 
ধর্মের লেবাসধারী একটি দল ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করছে : ইকবাল হাসান মাহমুদ টুকু
বিজনেস এক্সপোতে যোগদানের জন্য ডিসিসিআই প্রতিনিধিদল অস্ট্রেলিয়া যাচ্ছে
পনের বছর মেয়াদি ট্রেজারি বন্ডের রেকর্ড ও মেয়াদ পূর্ণ হওয়ার তারিখ নির্ধারণ
স্কুল-কলেজে গার্ল গাইডস্ ও রেঞ্জার কার্যক্রম গতিশীল করতে নতুন নির্দেশনা
পিরোজপুরের বিভিন্ন মণ্ডপে তারেক রহমানের অনুদান
ফেব্রুয়ারির মধ্যে পাচারকৃত অর্থের একটি অংশ ফেরত আনার বিষয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা
ভোলায় দুর্গাপূজা উপলক্ষে উপাসনালয় ও উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
আবদুস সোবহান গোলাপের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ২৪
১০