চট্টগ্রামে শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৪৫

চট্টগ্রাম, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রামে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

দণ্ডিত খোকন উদ্দিন(২৩) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের নতুন আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, আসামি খোকন উদ্দিনের প্রতিবেশী ছিলেন ওই শিশু। ২০২৩ সালের ৯ মে ওই শিশুকে তার মা ডাকছে জানিয়ে খোকন বাড়িতে নিয়ে যান। কিন্তু বাড়িতে গিয়ে কাউকে দেখতে না পেয়ে ওই শিশু সেখান থেকে চলে আসতে চাইলে খোকন তাকে বাধা দেন। এরপর ওই শিশুকে ধর্ষণ করেন খোকন।

এ ঘটনায় ওই শিশুর বাবা বাদি হয়ে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯ (১) ধারায় খোকনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে আদালত ২০২৪ সালের ৪ জানুয়ারি আসামি খোকনের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাস্থ্য কৌশল আরও জোরদার করার আহ্বান এডিবি’র
শেখ হাসিনার বিচার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে: কাঠমান্ডু কনফারেন্সে নাজমুল হাসান
প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের মামলা
পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কাজে ফেরার নির্দেশ, অনিয়ম তদন্তে কমিটি গঠন
নতুন জ্ঞানের সন্ধান পেতে হলে গবেষণার সাহায্য নিতে হবে : চুয়েট ভিসি
বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন এনসিপির আখতার-আকরাম
আধুনিক নগর গড়তে সিলেটে জেনিয়া অ্যাপ চালু
১০