ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সেকেন্ড এমেনমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ এর গেজেট প্রকাশ

বাসস
প্রকাশ: ১১ মে ২০২৫, ১৬:৩৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ মে, ২০২৫ (বাসস) : ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সেকেন্ড এমেনমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ এর গেজেট প্রকাশ করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত আইনটির সংশোধন সংক্রান্ত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ প্রণয়ন ও জারি করা হলো।

গেজেট বিষয়ে বাসসকে আজ জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেসনস অফিসার ড. মো. রেজাউল করিম।

তিনি জানান, সংশোধিত আইনটি। International Crimes (Tribunals) (Second Amendment) Ordinance, ২০২৫ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) সংশোধিত হয়েছে। ১৯৭৩ সালে এই আইন প্রণয়নের পর ২০১৩ সালে তৎকালীন সরকার আইনটি সংশোধন করে। ২০১৩ সালের সংশোধনীতে এ আইনে ব্যক্তির পাশাপাশি সংগঠনের বিচারের ব্যবস্থা করা হলেও শাস্তির বিধান ছিলো না। আইনটি দ্বিতীয় বারের মতো এখন আনা সংশোধনীতে সংগঠনের শাস্তির বিধান রাখা হয়েছে। নতুন সংশোধনীতে বলা হয়েছে, কোন সংগঠনের বিরুদ্ধে আনীত অভিযোগ বিচারে প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই সংগঠনকে নিষিদ্ধ, লাইসেন্স বা নিবন্ধন বাতিলসহ তার সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে। ওই সংগঠনের সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারবে বলে জানান এ প্রসিকিউটর।

গাজী এমএইচ তামিম জানান, নতুন এ সংশোধনীর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ব্যক্তির পাশাপাশি সংগঠনের বিরুদ্ধে তদন্ত, বিচার কার্য পরিচালনা এবং শাস্তি দেয়ার বিধান রাখা হয়েছে। এতোদিনও তদন্ত ও বিচার কার্যক্রমে বাধা ছিল না, শুধু শাস্তির বিধান ছিলো না। প্রসিকিউশন মনে করে আইনটি সংশোধন যথোপযুক্ত ও সময়োপযোগী উদ্যোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, বোরকা ও ওষুধ জব্দ 
ঈদ উপলক্ষে ট্রেনের টিকেট বিক্রি ২১ মে থেকে শুরু: যোগ হচ্ছে পাঁচ জোড়া ট্রেন
দারুণ জয়ে সিরিজ শুরু বাংলাদেশ ইমার্জিং দলের
জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে তৌহিদ বার্লিনের উদ্দেশ্যে রওনা হয়েছেন
সুদানে ‘কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়’: আফ্রিকান ইউনিয়ন
ঈদযাত্রা নিরাপদ ও আনন্দদায়ক করতে সরকার সর্বাত্মক চেষ্টা করবে: ফাওজুল কবির খান
সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রচারণা নিষিদ্ধ
৯০ দিনের জন্য শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন
পঞ্চগড়ে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে স্টেকহোল্ডার কনসালটেশন সভা 
সমাবর্তনের জন্য প্রস্তুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অংশ নেবেন ২২৫৮৬ গ্র্যাজুয়েট
১০