শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১১:৫১ আপডেট: : ১২ মে ২০২৫, ১৫:০২

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস): জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

চিফ প্রসিকিউটর বরাবর আজ এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। 

গত ৯ মে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করবে।’

ফেসবুক পোস্টে ওইদিন তিনি বলেন, ‘তদন্ত রির্পোট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ “ফরমাল চার্জ“ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘ইতোমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে ইনশাআল্লাহ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আ. লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের নিবন্ধন বাতিলের আবেদন গণঅধিকার পরিষদের
টিউশনির টাকায় গরুর খামার করে সফল রায়হান গ্রামের মানুষের দারিদ্র্য দূর করার স্বপ্ন দেখেন
চীন-ইইউ বাণিজ্য রুটের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজাখস্তান বন্দর খনন করবে
মাওলানা হওয়ার স্বপ্ন পূরণে ঢাকা গিয়ে শহীদ হলেন হাফেজ সাদিক
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে : শফিকুল আলম
ভেড়া পালন করে স্বপ্নপূরণের পথে রাজশাহীর নারীরা 
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর
স্বাধীনতা বিরোধিতাকারী দলগুলোকে নিজ অবস্থান ব্যাখ্যা করার আহ্বান এনসিপি'র
বিস্ফোরক মামলায় আরো ৪০ বিডিআর সদস্যের জামিন
১০