নরসিংদীর হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৯:১৯

নরসিংদী, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জমি সংক্রান্ত বিরোধের জেরে নরসিংদী সদর উপজেলায় বারেক গাজী হত্যা মামলার আসামি সিদ্দিক সরকারকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার সকালে তাকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদ কবীর সেরনিয়াবাত।

তিনি জানান, র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী ও র‌্যাব-৯ সিলেটের যৌথ অভিযানে আসামিকে সকালে সিলেট মহানগরীর কোতোয়ালীর বাগবাড়ী এতিম স্কুল রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সিদ্দিক সরকারকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর দুপুর ১টার দিকে নরসিংদী সদর উপজেলার মেবীপুর এলাকায় নিজ বাড়ির পুকুরপাড়ে কাজ করছিলেন আব্দুল বারেক বেপারী (৭৫)। এ সময় জমি সংক্রান্ত বিরোধের জেরে সিদ্দিক সরকারসহ এজাহারনামীয় আরও ছয়জন এবং অজ্ঞাতনামা কয়েকজন মিলে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে গাজী নূর মোহাম্মদ নরসিংদী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, গ্রেপ্তার সিদ্দিক সরকারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর 
কেসিসি’র কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময় 
ঝিনাইদহ সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না: আমান 
বিদ্যুৎ খাতে বিনিয়োগ আকর্ষণে পূর্বানুমানযোগ্য নীতি প্রয়োজন: বিশেষজ্ঞদের অভিমত
বান্দরবান-কেওক্রাডং পর্বতে যাতায়াত বিষয়ে সভা 
রয়টার্স মন্তব্য করেনি এমন বিষয়ে বিভ্রান্তি ও অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
কেজিডিসিএল ব্যবস্থাপকসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সিরাজগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন 
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় আগামীকাল
১০