উত্তরার দুর্ঘটনায় শোক : দুপুরের পর হাইকোর্টে বিচারিক কার্যক্রম স্থগিত

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:১৩

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে আজ দুপুরের পর হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আজ দুপুরের পর স্থগিত করা হয়েছে। তবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পূর্ণ সময় চলবে।’

এদিকে, দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ বিচারিক কার্যক্রম শুরুর আগে দেশের সব আদালত ১ মিনিট নিরবতা পালন করেছে।

আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ তাদের কার্যক্রম শুরুর আগে দাঁড়িয়ে নিরবতা পালন করেন। একইভাবে হাইকোর্ট বিভাগেও বিচার শুরুর আগে এক মিনিট নীরবতা পালিত হয়।

এছাড়া, প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হৃদয়বিদারক এই দুর্ঘটনায় ২২ জুলাইকে সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত সব জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেসিতে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোতেও বিচারিক কার্যক্রম শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করছেন।

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী, শিক্ষিকা ও পাইলট সহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলার তজুমদ্দিনে ২ লাইটার জাহাজে সংঘর্ষ, ১৩ ক্রু উদ্ধার
পুতিনের সঙ্গে ‘অর্থহীন’ বৈঠক চান না ট্রাম্প
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
১০