উত্তরার দুর্ঘটনায় শোক : দুপুরের পর হাইকোর্টে বিচারিক কার্যক্রম স্থগিত

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:১৩

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে আজ দুপুরের পর হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আজ দুপুরের পর স্থগিত করা হয়েছে। তবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পূর্ণ সময় চলবে।’

এদিকে, দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ বিচারিক কার্যক্রম শুরুর আগে দেশের সব আদালত ১ মিনিট নিরবতা পালন করেছে।

আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ তাদের কার্যক্রম শুরুর আগে দাঁড়িয়ে নিরবতা পালন করেন। একইভাবে হাইকোর্ট বিভাগেও বিচার শুরুর আগে এক মিনিট নীরবতা পালিত হয়।

এছাড়া, প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হৃদয়বিদারক এই দুর্ঘটনায় ২২ জুলাইকে সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত সব জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেসিতে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোতেও বিচারিক কার্যক্রম শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করছেন।

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী, শিক্ষিকা ও পাইলট সহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসে পেট্রোল বোমা হামলা মামলার আসামি মাহফুজ বিমানবন্দরে গ্রেফতার
সিএমপি কমিশনারের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
যশোর সীমান্তে সাতমাসে স্বর্ণসহ ৪৩ কোটি টাকার মালামাল উদ্ধার
শিক্ষার্থীর আইডি কার্ডে রক্তের গ্রুপ ও অভিভাবকের ফোন নাম্বার উল্লেখের নির্দেশ হাইকোর্টের
নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন 
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত
সিলেটে এনসিপি’র জুলাই পদযাত্রা ২৫ জুলাই
বিমান দুর্ঘটনায় ফেনীতে বিএনপি ও জামায়াতের শোক ও মোনাজাত
বিমান দুর্ঘটনায় নিহত হুমায়রা ও তানভীরের দাফন সম্পন্ন 
ডিএসসিসিতে রিকশাচালকদের জন্য ই-রিকশা প্রশিক্ষণের উদ্বোধন 
১০