চাঁনখারপুলে ৬ হত্যা: ট্রাইব্যুনালে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন পিছিয়েছে

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:৩৫

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস): ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার বিচারিক কার্যক্রম পিছিয়েছে।

এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ মোট ৮ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল আজ রোববার। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অসুস্থ থাকায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল সোমবার নতুন দিন ধার্য করা হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

গত বছরের ৫ আগস্ট চাঁনখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে ৬ জন নিহত হন। নিহতরা হলেন-শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।

এর আগে গত ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ মামলায় চারজন আসামি বর্তমানে গ্রেফতার আছেন। তারা হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বগুড়ায় গণশুনানি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি : দুদক
হাসিনার সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে : তারেক রহমান
সিপিডি সংলাপে সরকারের চ্যালেঞ্জ ও অর্জন তুলে ধরলেন শ্রম উপদেষ্টা
সরকারের উদ্যোগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
চীনের কাছে লেবাননের হারে প্রথমবারের মত মূল পর্বে বাংলাদেশ
ফিটনেস পরীক্ষায় একমাত্র ‘এলিট’ নাহিদ রানা
১০