চাঁনখারপুলে ৬ হত্যা: ট্রাইব্যুনালে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন পিছিয়েছে

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:৩৫

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস): ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার বিচারিক কার্যক্রম পিছিয়েছে।

এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ মোট ৮ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল আজ রোববার। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অসুস্থ থাকায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল সোমবার নতুন দিন ধার্য করা হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

গত বছরের ৫ আগস্ট চাঁনখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে ৬ জন নিহত হন। নিহতরা হলেন-শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।

এর আগে গত ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ মামলায় চারজন আসামি বর্তমানে গ্রেফতার আছেন। তারা হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সারসহ দুইজন চারদিনের রিমান্ডে
হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ৬ মামলার রায় নভেম্বরে : দুদক চেয়ারম্যান
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে : র‌্যাব মহাপরিচালক
মিরপুরে নারিকেল গাছে আটকে পড়া বিড়াল ৪৮ ঘণ্টা পরে উদ্ধার
রেলওয়ে পুলিশের সকল থানায় কাল থেকে অনলাইন জিডি চালু 
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসা
ফেনীতে বেড়েছে পুজামণ্ডপ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক
পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা
১০