সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ সেপ্টেম্বর

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৪:২১ আপডেট: : ১১ আগস্ট ২০২৫, ১৪:২৪
নিহত সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর  দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

এ নিয়ে ১২০ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলো তদন্ত সংস্থা।

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এ দিন ধার্য  করেন।

মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বাসস’কে বিষয়টি  নিশ্চিত করেছেন। 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। 

এদিকে তদন্ত শেষ করে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের দেওয়া সময় ইতোমধ্যে শেষ হয়। এ অবস্থায় তদন্ত চলমান ও অগ্রগতি আছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষ নয় মাস সময়ের আরজি জানায়। 

গত ২২ এপ্রিল শুনানি নিয়ে আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ২২ অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সারসহ দুইজন চারদিনের রিমান্ডে
হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ৬ মামলার রায় নভেম্বরে : দুদক চেয়ারম্যান
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে : র‌্যাব মহাপরিচালক
মিরপুরে নারিকেল গাছে আটকে পড়া বিড়াল ৪৮ ঘণ্টা পরে উদ্ধার
রেলওয়ে পুলিশের সকল থানায় কাল থেকে অনলাইন জিডি চালু 
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসা
ফেনীতে বেড়েছে পুজামণ্ডপ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক
পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা
১০