অতিরিক্ত যুগ্ম ও সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ১৮৯ বিচারককে বদলি

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২১:২৩

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একযোগে ১৮৯ বিচারকে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে। বদলিকৃত বিচারকদের মধ্যে ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

আজ সোমবার আইন ও বিচার বিভাগের তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত বিচারকদের আগামী ৩ দিনের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলো। তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫৩ জনকে একযোগে বদলি করা হয়।

এছাড়া আইন ও বিচার বিভাগের বিচার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. একরামুল কবির স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ৯৬ জনকে বদলি পূর্বক পদায়ন করা হয়।

আইন ও বিচার বিভাগের আরেকটি প্রজ্ঞাপনে একই মন্ত্রণালয়ের বিচার-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪০ জনকে একযোগে বদলি পূর্বক পদায়ন করা হয়। আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.lawjusticediv.gov.bd) এ বদলির আদেশ পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস
১০