রেলওয়ের সাবেক ডিজি শামসুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৮
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক শামসুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর দুই আসামি হলেন সাবেক অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুরুল আলম চৌধুরী ও সাবেক এডিজি (ডেভেলপমেন্ট) মোহাম্মদ হাসান মনসুর।  

সরকারি অর্থ আত্মসাৎ, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে উল্লিখিত  ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে (দুদক) ।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়ে আজ বলেন, দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও সরকারি ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ রেলওয়ের জন্য সংগৃহীত ১০টি মিটারগেজ লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়ে চুক্তির শর্ত ভঙ্গ করেন। প্রি-শিপমেন্ট ইন্সপেকশন (পিএসআই) সনদ ছাড়াই নিম্নমানের ইঞ্জিন আমদানি ও গ্রহণ করে তারা ১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাৎ করেন। এছাড়া নিম্নমানের লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়ের কারণে রাষ্ট্রীয় কোষাগারের ৩২২ কোটি ৬৮ লাখ ৮৯ হাজার টাকার ক্ষতি হয়।

অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের আওতায় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান হুন্দাই রোটেম কোম্পানির সঙ্গে ৩২২ কোটি টাকার বেশি মূল্যে ১০টি এমজি ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ ক্রয়ের চুক্তি হয়। কিন্তু আসামিরা চুক্তি অনুযায়ী ক্যাপিটাল কম্পোনেন্টস পরিবর্তন, পিএসআই সনদ জালিয়াতি এবং স্পেসিফিকেশন ভঙ্গ করে প্রতারণার আশ্রয় নেন।

দুদক জানায়, তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা বা সম্পদের তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০