
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : চীন ও কানাডার নেতারা ২০১৭ সালের পর আজ শুক্রবার তাদের প্রথম আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন।
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এপেক শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি চিন পিং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এই আলোচনা শুরু হয়েছে।
চীনের গিয়াংজু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর মধ্যে কানাডার সম্পর্ক সবচেয়ে খারাপতম হলেও উভয় দেশই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের শিকার হয়েছে।