চিফ লিগ্যাল এইড অফিসারের পদ সৃষ্টি

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৮

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে চিফ লিগ্যাল এইড অফিসারের পদ সৃষ্টি করা হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করে। 

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সরকার সকল জেলায় আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ (২০০০ সনের ৬নং আইন) এর ২১গ ধারা ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২১গ ধারা অনুযায়ী ‘পক্ষগণের স্বাক্ষর ও মধ্যস্থতাকারীর স্বাক্ষরক্রমে সম্পাদিত এবং চিফ লিগ্যাল এইড অফিসার কর্তৃক প্রত্যায়িত প্রতিটি মধ্যস্থতা চুক্তি চূড়ান্ত, বলবৎযোগ্য এবং পক্ষগণের উপর বাধ্যকর হবে’।

এমতাবস্থায়, সকল জেলায় ২১গ ধারা কার্যকর হওয়ায়, আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর ধারা ২১ ক উপ-ধারা (১ক) এর ক্ষমতাবলে চিফ লিগ্যাল এইড অফিসার পদায়ন না হওয়া পর্যন্ত লিগ্যাল এইড অফিসার/লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) কে আইনের বিধানমতে চীফ লিগ্যাল এইড অফিসারের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থার নির্বাহী পরিচালক (সিনিয়র জেলা জাজ) শেখ আশফাকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আনুষ্ঠানিক আলোচনা শুরু করলো চীন ও কানাডার নেতারা
চীনের কারখানাগুলোতে উৎপাদন কমছে টানা সাত মাস
কোকেন বোঝাই নৌকা জব্দ করলো ডোমিনিকান প্রজাতন্ত্র
ব্রাজিলে আমাজন বন উজাড় কমেছে: ‘কপ৩০’ সম্মেলনের আগে স্বস্তির খবর
রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ
স্তন ক্যান্সার রোধে স্ক্রিনিংসহ সঠিক সময়ে চিকিৎসা প্রয়োজন
খাগড়াছড়ির গুইমারায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি
পাকিস্তান-আফগানিস্তান আলোচনা ফের শুরু হবে: তুরস্ক
কাল থেকে সেন্ট মার্টিনে ভিড়বে পর্যটকবাহী জাহাজ
ধর্ষণ ও নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক আইনপ্রণেতাকে ৫ বছরের কারাদণ্ড
১০