লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৪,৪৮৪ মামলায় আইনি সহায়তা

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫২

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল ৪ হাজার ৪৮৪টি মামলায় আইনি সহায়তা দিয়েছে। এরমধ্যে ৮১৮টি মামলার নিষ্পত্তি হয়েছে।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত লিগ্যাল এইডের আওতায় দেওয়া সহায়তার বিস্তারিত এতে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবাদান শুরু হয়। পরে ধাপে ধাপে সুপ্রিম কোর্ট, টোল ফ্রি-‘১৬৪৩০’ কল সেন্টার, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও এই সেবা চালু করা হয়।

এতে বলা হয়, লিগ্যাল এইডের মাধ্যমে ৬ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ২১৫ টাকা শ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে আদায় করে দেওয়া হয়েছে।

এছাড়া, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলে ২১ হাজার ৭৪৭ জনকে আইনগত পরামর্শ সেবা দেওয়া হয়েছে।

এদিকে ৩ হাজার ৩০২টি মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর মাধ্যমে সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯১৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলে মোট ২৯ হাজার ৫৩৩ জন উপকারভোগী আইনি সহায়তা পেয়েছেন।

দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০