লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৪,৪৮৪ মামলায় আইনি সহায়তা

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫২

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল ৪ হাজার ৪৮৪টি মামলায় আইনি সহায়তা দিয়েছে। এরমধ্যে ৮১৮টি মামলার নিষ্পত্তি হয়েছে।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত লিগ্যাল এইডের আওতায় দেওয়া সহায়তার বিস্তারিত এতে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবাদান শুরু হয়। পরে ধাপে ধাপে সুপ্রিম কোর্ট, টোল ফ্রি-‘১৬৪৩০’ কল সেন্টার, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও এই সেবা চালু করা হয়।

এতে বলা হয়, লিগ্যাল এইডের মাধ্যমে ৬ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ২১৫ টাকা শ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে আদায় করে দেওয়া হয়েছে।

এছাড়া, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলে ২১ হাজার ৭৪৭ জনকে আইনগত পরামর্শ সেবা দেওয়া হয়েছে।

এদিকে ৩ হাজার ৩০২টি মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর মাধ্যমে সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯১৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলে মোট ২৯ হাজার ৫৩৩ জন উপকারভোগী আইনি সহায়তা পেয়েছেন।

দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৃষ্টির জন্য আকাশে মেঘের বীজ বপন কার্যক্রম শুরু করেছে ইরান
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ইথিওপিয়ায় মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব: আফ্রিকা সিডিসি
খুলনাঞ্চলে আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা
আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন : জেলেনস্কি
প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা
বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জামায়াতের
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন : তারেক রহমান
১০