লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৪,৪৮৪ মামলায় আইনি সহায়তা

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫২

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল ৪ হাজার ৪৮৪টি মামলায় আইনি সহায়তা দিয়েছে। এরমধ্যে ৮১৮টি মামলার নিষ্পত্তি হয়েছে।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত লিগ্যাল এইডের আওতায় দেওয়া সহায়তার বিস্তারিত এতে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবাদান শুরু হয়। পরে ধাপে ধাপে সুপ্রিম কোর্ট, টোল ফ্রি-‘১৬৪৩০’ কল সেন্টার, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও এই সেবা চালু করা হয়।

এতে বলা হয়, লিগ্যাল এইডের মাধ্যমে ৬ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ২১৫ টাকা শ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে আদায় করে দেওয়া হয়েছে।

এছাড়া, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলে ২১ হাজার ৭৪৭ জনকে আইনগত পরামর্শ সেবা দেওয়া হয়েছে।

এদিকে ৩ হাজার ৩০২টি মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর মাধ্যমে সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯১৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলে মোট ২৯ হাজার ৫৩৩ জন উপকারভোগী আইনি সহায়তা পেয়েছেন।

দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মির্জা ফখরুলের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক
ভারতের ৩টি রাজ্যে কাশির সিরাপ নিষিদ্ধ 
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করেছে উত্তর কোরিয়া
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত
সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই জমা দেবে ঐকমত্য কমিশন
কুমিল্লায় ১২ লাখ ৬৮ হাজার টিকা পাবে শিশু-কিশোররা
জামায়াতের আমিরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সিলেটে পাথর লুট ও হত্যা মামলার আসামি আলফু গ্রেপ্তার
হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার 
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭
১০