পিরোজপুরে মাদক মামলায় একব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ২০:৩১

পিরোজপুর, ২৫ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ ২০২২ সালের একটি মাদক মামলায় একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড সহ একই পরিবারের তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা আদালত।

আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের মো.খলিলুর রহমানের স্ত্রী শারমীন আক্তার (৪৫) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং তার ছেলে মো. মেহেদী হাসান মুন্নাকে (১৯) কে একবছর ৯ মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা এবং মেয়ে ইকতার জাহান তিশাকে (২২) কে একবছর ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ মামলায় তার অপর ছেলে সাইফুল ইসলাম পায়েলকে (২৬) খালাস দিয়েছেন আদালত।

এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন এডভোকেট আহসানুল কবির বাদল।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর জেলা পরিদর্শক মো. বদরুল হাসানের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে একটি বাড়িতে অভিযান চালান। অভিযানকালে আটহাজার পাঁচশ’ পিস ইয়াবা এবং নগদ দুইলাখ ৪০ হাজার পাঁচশ’ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে চারজনকে আসামি করে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের মো.খলিলুর রহমানের স্ত্রী শারমীন আক্তার, তার ছেলে মো. মেহেদী হাসান মুন্না, মেয়ে ইকতার জাহান তিশা এবং অপর ছেলে সাইফুল ইসলাম পায়েলকে আসামি করা হয়। 

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আজ রায় ঘোষণা করেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে : শারমীন মুরশিদ
১১ মাসে দুদকের ২৬,০১২ কোটি টাকা ক্রোক ও ফ্রিজ, ৫,৩৮০ কোটি জরিমানা ও বাজেয়াপ্ত
আমরা শান্তি চাই, তবে ইউক্রেনের আত্মসমর্পণ নয় : মাখোঁ
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপির
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৫০ লাখ ডলার সহায়তা দিল দক্ষিণ কোরিয়া
লেবাননে ইসরাইলি হামলার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা মাস্টার্স পরীক্ষা শুরু ২ ডিসেম্বর
 পোস্টাল ব্যালটে ভোট দিতে ৩২ হাজার ৮১১ প্রবাসীর নিবন্ধন
খুলনা মেডিকেলে পরিত্যক্ত নবজাতকের চিকিৎসা ও সুরক্ষায় তারেক রহমানের উদ্যোগ
ধর্মীয় অনুভূতিতে আঘাতকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে : ইসলামী আন্দোলন
১০