লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের জন্য ৪৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৭:৪৬

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) : আগামী ২০২৫-২৬ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের জন্য ৪৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। পরিচালন খাতে ৪২ কোটি টাকা ও উন্নয়ন খাতে ৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বিভাগের জন্য ৫২ কোটি টাকা বরাদ্দ করা হয়। এর মধ্যে পরিচালন খাতে ৪৮ কোটি টাকা ও উন্নয়ন খাতে ৪ কোটি টাকা বরাদ্দ করা হয়।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এ বাজেট উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় আজ এই অনুমোদন দেয়া হয়। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এর মধ্যে রাজস্ব বাজেটের আকার ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা। জুলাই অভ্যুত্থানে ভিন্ন বাস্তবতায় সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে এবার বাজেট উপস্থাপন করা হলো।

২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০