মাদরাসা ও কারিগরি শিক্ষায় বরাদ্দ বেড়েছে ৮৯৫ কোটি টাকা

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৭:৫৩ আপডেট: : ০২ জুন ২০২৫, ১৮:২৪
প্রতীকী ছবি। ফাইল ছবি

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস): ২০২৫-২৬ অর্থবছরে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জন্য বাজেটে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা রাখা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১১ হাজার ৭৮৩ কোটি টাকা। সে হিসেবে এবার বাজেট বরাদ্দ বেড়েছে ৮৯৫ কোটি টাকা।

আজ সোমবার বিকাল ৩ টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। সংসদ না থাকায় এবারের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়।

জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে মাদরাসাগুলোতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, তাই এ খাতে বাজেটও বৃদ্ধি পাচ্ছে। 

সরকারের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে প্রাক-প্রাথমিকসহ প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী সংখ্যা ছিল ২ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৯১ জন। ২০২৩-২৪  অর্থবছরের হিসাব অনুযায়ী, মাদরাসা শিক্ষার্থীর সংখ্যা ৬২ লাখ ১৬ হাজার ১১১ জন।

অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার ১৯ শতাংশ। ২০২৫ সালের মধ্যে এটি ২০ শতাংশে উন্নীত করতে প্রতিটি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে।

তিনি আরো বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে ১ হাজার ১৩৫টি মাদরাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ৫১৩টি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। ৪৯৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। 

এছাড়া, ইবতেদায়ি পর্যায়ে বৃত্তি প্রদান ও মাদরাসাগুলোতে এমপিওভুক্তি বাবদ ৭২৮ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাশরুম খাইয়ে ৩ জনকে হত্যার দায়ে অস্ট্রেলীয় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
মাগুরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত
বদরুদ্দীন উমরের জবানবন্দি: নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করে ক্ষমতায় ছিল শেখ হাসিনা
নোয়াখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে চুয়াডাঙ্গায় র‌্যালি ও সভা
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
১০