রেলপথ মন্ত্রণালয়ের জন্য ১১ হাজার ৯৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব 

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৮:২৮

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) : অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ রেলপথ মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১১ হাজার ৯৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। 

চলতি ২০২৪-২৫ অর্থবছরে এ বাবদ সংশোধিত বাজেট ছিল ১৪ হাজার ৫৬৪ কোটি টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে এই মন্ত্রণালয়ে প্রস্তাবিত বাজেট ছিল ১৮ হাজার ৭২ কোটি টাকা।

আজ সোমবার ঢাকায় বাংলাদেশ টেলিভিশন থেকে সম্প্রচারিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা এই প্রস্তাব করেন।

২০২৫-২৬ অর্থবছরে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কার্যাবলি বা প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে- পদ্মা সেতু রেল সংযোগ লাইন নির্মাণ। যমুনা রেলওয়ে সেতু নির্মাণ। দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের নিকটে গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ। বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী গাড়ি সংগ্রহ। মধুখালী হতে কামার খালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সুবিধাদি প্রস্তুতিমূলক কারিগরী সহায়তা প্রকল্প। বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ঈশ্বরদী-পাবর্তীপুর সেকশনের স্টেশনসমূহের সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থার প্রতিস্থাপন ও আধুনিকীকরণ। চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ রেলপথে রূপান্তর ও ধীরাশ্রম আইসিডি নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণসহ পুবাইল-ধীরাশ্রম রেল লিংক নির্মাণ প্রভৃতি উল্লেখযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০