ধর্ম মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ১৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৮:৩৩

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) : ধর্ম মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৫-২৬ অর্থবছরে ২ হাজার ১৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

চলতি ২০২৪-২৫ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব ছিল ২ হাজার ৬শ’ ২ কোটি টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯শ’ ৪৩ কোটি টাকা। 

আজ ঢাকায় বাংলাদেশ টেলিভিশন থেকে সম্প্রচারিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ  এই প্রস্তাব দিয়েছেন।

২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বিভিন্ন উল্লেখযোগ্য কার্যাবলি বা প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 

এর মধ্যে রয়েছে- প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প। ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ প্রকল্প বাস্তবায়ন। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাস্থ শ্রী শ্রী অদ্বৈতাচার্য মন্দির কমপ্লেক্স উন্নয়ন। ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এবং ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্প’ বাস্তবায়ন  প্রভৃতি উল্লেখযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
১০