ধর্ম মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ১৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৮:৩৩

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) : ধর্ম মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৫-২৬ অর্থবছরে ২ হাজার ১৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

চলতি ২০২৪-২৫ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব ছিল ২ হাজার ৬শ’ ২ কোটি টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯শ’ ৪৩ কোটি টাকা। 

আজ ঢাকায় বাংলাদেশ টেলিভিশন থেকে সম্প্রচারিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ  এই প্রস্তাব দিয়েছেন।

২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বিভিন্ন উল্লেখযোগ্য কার্যাবলি বা প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 

এর মধ্যে রয়েছে- প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প। ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ প্রকল্প বাস্তবায়ন। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাস্থ শ্রী শ্রী অদ্বৈতাচার্য মন্দির কমপ্লেক্স উন্নয়ন। ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এবং ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্প’ বাস্তবায়ন  প্রভৃতি উল্লেখযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০