গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ১১১ কোটি টাকার বরাদ্ধ প্রস্তাব

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৮:৪০

সংসদ ভবন, ২ জুন, ২০২৫ (বাসস) : ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ১১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

গত বছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৬ হাজার ৯২৯ কোটি টাকা। যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ৫ হাজার ৩৮২ কোটি টাকা।

আজ সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা বলেন।  তার এ বক্তৃতা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

অর্থ উপদেষ্টা বলেন, আগামী অর্থবছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ১১১ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। এরমধ্যে উন্নয়ন খাতে ৩ হাজার ৩২ কোটি এবং পরিচালন খাতে ২ হাজার ৭৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন।

বাংলাদেশের ইতিহাসে ৫৪তম এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বর্তী সরকারের এই প্রথম বাজেটটি দেশের মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ১২ দশমিক ৭ শতাংশের সমতুল্য।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিকেল ৩টা থেকে বাজেট বক্তৃতা উপস্থাপন শুরু করেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে পূর্বে ধারণকৃত সম্প্রচারের মাধ্যমে এটি প্রচারিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে সবজির দাম কমলেও কমেনি মাছ-মাংসের 
বাঁশখালীতে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার
অনিয়মের অভিযোগে লংগদু সদর হাসপাতালে দুদকের অভিযান
নতুন রাজনৈতিক দল বিইউপি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
জ্বালানি নিয়ে ট্রাম্প-অরবান বৈঠক আগামী সপ্তাহে
নির্বাচিত প্রতিনিধিরা গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন: অধ্যাপক আলী রীয়াজ
অগ্নিসংযোগের ফলে ফ্রান্সে দ্রুতগতির ট্রেন চলাচল ব্যাহত
গাজীপুরে ঝুটের গুদামে আগুন 
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু 
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ আদালতে আপিল শুনানি চলছে
১০