গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ১১১ কোটি টাকার বরাদ্ধ প্রস্তাব

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৮:৪০

সংসদ ভবন, ২ জুন, ২০২৫ (বাসস) : ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ১১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

গত বছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৬ হাজার ৯২৯ কোটি টাকা। যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ৫ হাজার ৩৮২ কোটি টাকা।

আজ সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা বলেন।  তার এ বক্তৃতা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

অর্থ উপদেষ্টা বলেন, আগামী অর্থবছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ১১১ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। এরমধ্যে উন্নয়ন খাতে ৩ হাজার ৩২ কোটি এবং পরিচালন খাতে ২ হাজার ৭৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন।

বাংলাদেশের ইতিহাসে ৫৪তম এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বর্তী সরকারের এই প্রথম বাজেটটি দেশের মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ১২ দশমিক ৭ শতাংশের সমতুল্য।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিকেল ৩টা থেকে বাজেট বক্তৃতা উপস্থাপন শুরু করেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে পূর্বে ধারণকৃত সম্প্রচারের মাধ্যমে এটি প্রচারিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
১০