উন্নয়ন অংশীদারদের কাছ থেকে ৩.৬ বিলিয়ন ডলার বাজেট সহায়তা পাওয়ার আশা অর্থ উপদেষ্টার 

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৯:২৭
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) : চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুনের মধ্যে উন্নয়ন অংশীদারদের কাছ থেকে বাংলাদেশ আরো প্রায় ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘এখানে উল্লেখ করা যেতে পারে যে, আমরা আশা করছি চলতি অর্থবছরের জুন মাসের মধ্যে বিভিন্ন উন্নয়ন অংশীদারদের কাছ থেকে আরো প্রায় ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাব।’

বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সম্প্রচারিত পূর্ব-রেকর্ডকৃত বক্তৃতার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনের সময় অর্থ উপদেষ্টা একথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, আমদানির তুলনায় রপ্তানিতে অধিক প্রবৃদ্ধি অব্যাহত থাকায় চলতি হিসাবের ভারসাম্য ক্রমাগত উন্নত হচ্ছে।

তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আমদানি বেড়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ। ফলে ২০২৪ সালের মার্চ মাসের শেষে যেখানে চলতি হিসাবের ঘাটতি ছিল ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার, সেখানে ২০২৫ সালের মার্চ মাসের শেষে তা কমে দাঁড়িয়েছে ০.৬৬ বিলিয়ন মার্কিন ডলারে।

উপদেষ্টা বলেন, তবে সরকারের মিতব্যয়ী নীতির কারণে উন্নয়ন প্রকল্পগুলোতে কিছুটা ধীরগতি হয়েছে এবং এর ফলে প্রকল্পভিত্তিক প্রতিশ্রুত বিদেশি ঋণ ছাড়ে ধীরগতি দেখা যাচ্ছে।

তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বিদেশি উৎস থেকে মধ্য ও দীর্ঘ মেয়াদি ঋণ ছাড় আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কমে ৪ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

অর্থ উপদেষ্টা আরো বলেন, ‘যদি আমরা মূল্যস্ফীতিকে কাঙ্ক্ষিত মাত্রায় নামাতে পারি, তবে উন্নয়ন প্রকল্পগুলোর গতি আবারও বৃদ্ধি পাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু
ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
ভূঁইফোড় সংগঠন বিষয়ে সর্তক করলো বিএনপি 
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন মাখোঁ, ইইউ’র সঙ্গে সম্পর্ক ‘পুনরুদ্ধারে’ মনোযোগী স্টারমার
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক
ব্রিকস সম্মেলনে ‘ট্রাম্পের শুল্কনীতির’ বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করবে সদস্য রাষ্ট্রগুলো
সারাদেশে পবিত্র আশুরা পালিত 
নওগাঁয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ
দেশে আরো ৩ জনের শরীরে করোনা শনাক্ত 
৫৬ বছরেই থেমে গেল হডিউড তারকা ম্যাকমোহনের জীবন
১০